Ajker Patrika

রায়গঞ্জে আ. লীগ কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রদলের সহসভাপতি কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৬: ০৬
রায়গঞ্জে আ. লীগ কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রদলের সহসভাপতি কারাগারে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সহসভাপতি কে. এম ফাহিম ফয়সালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার বিকেলে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার থেকে ফাহিম ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ।

রায়গঞ্জ আমলি আদালতের জিআরও আজগর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ওই ছাত্রদল নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গত ৩০ নভেম্বর রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা মো. জুয়েল আকন্দ জেলা ছাত্রদলের সহসভাপতি কে. এম ফাহিম ফয়সালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় ফাহিম ফয়সালকে কারাগারে পাঠান আদালত।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আইনুল হক বলেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদল নেতা কে. এম ফাহিম ফয়সালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। কিন্তু ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ছাত্রদল নেতার নাম নাই। তারপরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

অপরদিকে, ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করায় প্রতিবাদ ও মুক্তি দাবি জানিয়েছেন-সভাপতি নাজমুল হাসান রানা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ভিপি আইনুল হক, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত