Ajker Patrika

ঘুষ দিয়েও ভোটকেন্দ্রে দায়িত্ব না পাওয়ায় আনসার সদস্যের লিখিত অভিযোগ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ঘুষ দিয়েও ভোটকেন্দ্রে দায়িত্ব না পাওয়ায় আনসার সদস্যের লিখিত অভিযোগ

পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা দায়িত্ব পাইয়ে দিতে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এদিকে ঘুষ দিয়েও ডিউটি না পাওয়ায় দুজন আনসার সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। 

গতকাল রোববার অষ্টমনিষা ইউনিয়নের দলপতি আবুল কাশেমের বিরুদ্ধে এই অভিযোগ দিয়েছেন বাচ্চু মিয়া ও লিয়াকত হোসেন নামের দুজন আনসার সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩৬টি ভোটকেন্দ্রে নিরাপত্তার কাজে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ৬১২ জন নারী-পুরুষ আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়। এর আগে উপজেলা আনসার ও ভিডিপি অফিস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের নাম তালিকাভুক্ত করা হয়। এ সুযোগে নির্বাচনে দায়িত্ব পাইয়ে দেওয়ার শর্তে বাচ্চু মিয়া ও লিয়াকত হোসেন নামের দুইজন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যের কাছ থেকে ১ হাজার করে টাকা নেন অষ্টমনিষা ইউনিয়ন দলপতি আবুল কাশেম। তবে তাঁদের বাদ দিয়ে নিয়োগ চূড়ান্ত করে উপজেলা আনসার ও ভিডিপি অফিস। ফলে দুই আনসার সদস্য প্রতিকার চেয়ে গতকাল রোববার ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন।

এ ঘটনায় অভিযুক্ত দলপতি আবুল কাশেমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে নিজেকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচয় দেন। তিনি বলেন, ‘ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের কারণে তারা আমার বিরুদ্ধে  মিথ্যা অভিযোগ করেছে। তারা আমার কাছে আসেনি, আমিও কোনো টাকা নিইনি।’

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাইরুন নাহার খুশি বলেন, ‘টাকা নেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। তবে তিনি শুনেছেন কয়েকদিন আগে দলপতি আবুল কাশেমের সঙ্গে অভিযোগকারীর হাতাহাতির ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযুক্তের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং অভিযোগকারীর সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত