Ajker Patrika

চারঘাটে ১ হাজার ১৭৫ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট আফজাল আটক

প্রতিনিধি
চারঘাটে ১ হাজার ১৭৫ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট আফজাল আটক

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় পুলিশের তালিকা ভুক্ত শীর্ষ মাদক সম্রাট হিসেবে খ্যাত আফজাল হোসেনকে ১ হাজার ১৭৫ পিচ ইয়াবাসহ আটক করছে র‍্যাব। সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার রাওথা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ বিষয় র‍্যাবের পক্ষ থেকে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদর ভিত্তিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) এর একটি দল উপজেলার রাওথা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকা থেকে চিহ্নিত মাদক সম্রাট হিসেবে খ্যাত একাধিক মাদক মামলার আসামি আফজাল হোসেনকে ১ হাজার ১৭৫ পিচ ইয়াবাসহ আটক করে।

তিনি আরও জানান, আফজাল একজন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চারঘাট, বাঘা, লালপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশর চোখ ফাঁকি দিয়ে মাদকের বাণিজ্য চালিয়ে আসছিল। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত