Ajker Patrika

জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৩

প্রতিনিধি, লালপুর (নাটোর)
জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৩

জুয়া খেলার অপরাধে নাটোরের লালপুরে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 
 
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে বালিতিতা ইসলামপুর গ্রামে এ অভিযান চালান। 
 
জুয়া খেলার সময় ওই গ্রামের মো. সেলিম ইসলামের ছেলে মো. রানা ইসলাম (২১), আজগর আলীর ছেলে মো. নাজমুল ইসলাম (২০) ও মো. আসাদুল আলীর ছেলে মো. শাকিল আহমেদকে (১৯) গ্রেপ্তার করা হয়। বাকি ৪ / ৫ জন কৌশলে পালিয়ে যায়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত নগদ ২ হাজার ৪৮০ টাকা, ৪ টি মোবাইলসহ খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ঘটনায় লালপুর থানায় মামলা করা হয়েছে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেল-হাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

হাবিপ্রবিতে শাস্তি পাচ্ছেন ছাত্রলীগের ১০২ জন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত