Ajker Patrika

শিশু তাহসিন খুনের মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৮: ৪৯
শিশু তাহসিন খুনের মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলছাত্র তাহসিন খুনের মামলায় আমিনুর রহমান ও তাঁর স্ত্রী শোভা রানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

উপশহর ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা জানান, গতকাল রাত ৯টার দিকে শহরের সাতমাথা এলাকা থেকে আমিনুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাঁর স্ত্রী শোভা রানীকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আমিনুর শহরের পশ্চিম গোদারপাড়া এলাকার বাসিন্দা। 

এর আগে গতকাল বেলা আড়াইটার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় শিশু তাহসিনের মৃত্যু হয়। তাহসিন বগুড়া সদরের পশ্চিম গোদারপাড়া এলাকার কুদ্দুস ফকিরের ছেলে। স্থানীয় ব্রাইট স্টার কেজি বিদ্যাপীঠের ছাত্র ছিল সে। 

তাহসিনের মৃত্যুর পর তার বাবা আব্দুল কুদ্দুস আটজনের নামে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেছেন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকালে আমিনুরের লাঠির আঘাতে তাহসিন গুরুতর আহত হয়। তাহসিনের মা তাসলিমার সঙ্গে আমিনুরের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে সেদিন ঝগড়া হয়। এ সময় তাহসিনের দাদিকে মারতে যান আমিনুর। একপর্যায়ে আমিনুরের লাঠির আঘাতে আহত হয় তাহসিন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এলাকাবাসী জানান, আমিনুরের সঙ্গে পরকীয়ার জেরে তাহসিনের মা তাসলিমার সঙ্গে ১৫ মাস আগে ছাড়াছাড়ি হয় আব্দুল কুদ্দুসের। মঙ্গলবার আমিনুরের সঙ্গে দেখা করতে আসেন তাসলিমা। এ নিয়ে দুই পরিবারে ঝগড়ার একপর্যায়ে আমিনুরের লাঠির আঘাতে আহত হয় তাহসিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত