Ajker Patrika

নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও ছোট ভাই আটক

জামালপুর প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৫০
নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও ছোট ভাই আটক

জামালপুর পৌর শহরে গৃহবধূ খোরশেদা বেগমের (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের তেঁতুলিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী নাজিম উদ্দিন ও ছোট ভাই শাহীন মিয়াকে আটক করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে শহরের তেঁতুলিয়া এলাকায় নিজ ঘরের বিছানার ওপর খোরশেদার মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও ছোট ভাইকে আটক করে থাকায় নিয়ে যাওয়া হয়েছে। 

গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, খোরশেদার স্বামীর বাড়ি ও বাবার বাড়ি একই এলাকায়। দীর্ঘদিন ধরে বাবার সম্পত্তির ভাগ নিয়ে ছোট ভাই শাহীন মিয়ার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে তিন দিন ধরে শাহীনের সঙ্গে ঝগড়া চলছিল খোরশেদার। কিন্তু আজ ভোরে ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ খোরশেদাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও ছোট ভাইকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন হলে মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত