আ.লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ, কেসিসির লাইসেন্স অফিসার রবি গ্রেপ্তার
আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নগরভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, গতকাল রোববার সকালে তিনি গল্লামারী জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন।