Ajker Patrika

আ.লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ, কেসিসির লাইসেন্স অফিসার রবি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৭: ৩২
গ্রেপ্তার খুলনা সিটি করপোরেশনের লাইসেন্স অফিসার রবিউল আলম রবি। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার খুলনা সিটি করপোরেশনের লাইসেন্স অফিসার রবিউল আলম রবি। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে নগরভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, গতকাল রোববার সকালে তিনি গল্লামারী জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার আজকের পত্রিকাকে বলেন, ভিডিও ফুটেজ দেখে রবিকে শনাক্ত করার পর নগর ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, হরিণটানা থানার রিকুইজিশনে দুপুরে অফিস শেষে বের হওয়ার সময় সিটি করপোরেশন লাইসেন্স শাখার অফিসার রবিউল আলমকে গ্রেপ্তার করা হয়। তাঁকে হরিণটানা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি অন্য কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো তিনি খুলনা থানায় আছেন। পরে তাঁকে আদালতে পাঠানো হবে।

জানতে চাইলে হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশার বলেন, গতকালের আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় আজ সোমবার এস আই মোনায়েম বাদী হয়ে হরিণটানা থানায় মামলা করেন। এ মামলায় রবিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত