Ajker Patrika

খুবিতে ৮ দিনব্যাপী সামার স্কুল-২০২৫-এর উদ্বোধন

খুবি প্রতিনিধি 
খুলনা বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টদের যৌথ উদ্যোগে সামার স্কুলের উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা
খুলনা বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টদের যৌথ উদ্যোগে সামার স্কুলের উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘কালচার অব অ্যাডাপটেশন: থিওরিস অ্যান্ড মেথোডোলোজিস’ শীর্ষক আট দিনব্যাপী সামার স্কুল ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের এক্সপার্ট এবং নেদারল্যান্ডসের উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টদের যৌথ উদ্যোগে এ সামার স্কুলের উদ্যোগ নেওয়া হয়।

আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। উপাচার্য বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় এবং উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজন দ্বিপক্ষীয় একাডেমিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমান সময়ে যখন জলবায়ু সংকট আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলছে, তখন এই সামার স্কুল আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যারা গবেষক, তাদের গবেষণা এবং অভিজ্ঞতার বিনিময় অত্যন্ত প্রয়োজন।’

উপাচার্য আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত হওয়ায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের সুদূরপ্রসারী উদ্যোগ ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ জলবায়ু ও দুর্যোগ-সংক্রান্ত গবেষণায় শক্ত ভিত গড়তে এই সামার স্কুলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ‘ইনস্টিটিউট অব ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’ প্রতিষ্ঠার জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষক ও এই সামার স্কুলের আয়োজক দলের ফোকাল পারসন অধ্যাপক ড. মো. নাসিফ আহসান, উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ মল্লিক ও উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হ্যারিসন এছাম আও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত