মাগুরা রেলপথ প্রকল্প পেছালে দায়ী থাকবেন এমপি বীরেন: রেলমন্ত্রী
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, মাগুরার রেলপথ শুধু মাগুরা পর্যন্ত হবে না, এটি কানেক্ট করবে কালীগঞ্জ না হয় ঝিনাইদহ পর্যন্ত। এখন সম্প্রসারণ কাজে মাগুরার মানুষ যদি জমি জাতি নিয়ে পিছায় দেয়, তবে এ জন্য দায়ী করব বীরেন দাকে, (এমপি শ্রী বীরেন শিকদার) জনপ্রতিনিধি ও ডিসি স