Ajker Patrika

ভারতে গিয়ে নিখোঁজ এমপির অফিসে নেতা-কর্মীদের ভিড়

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৪, ২১: ২৮
Thumbnail image

চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের এখনো কোনো সন্ধান মেলেনি। আজ সোমবার পর্যন্ত তাঁর কোনো খবর না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক নেতা-কর্মীরা। 

গতকাল রোববার এমপির নিখোঁজের বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে আলোচনা শুরু হয়। 

এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ জানান, ১২ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান। প্রথমে তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার অন্তর্গত মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে পরিচিত এক ব্যক্তির বাড়িতে ওঠেন। পরের দিন (১৩ মে) ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। ১৫ মে বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাসের হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে জানান, তিনি দিল্লি যাচ্ছেন। ১৬ মে এমপির ব্যক্তিগত গাড়িচালক তরিকুল ইসলামের মোবাইলেও একটি ম্যাসেজ পাঠিয়ে জানান, দিল্লি যাওয়ার কথা। এর পর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। 

১৮ মে স্থানীয় থানায় একটি মিসিং ডায়েরি করেন এমপির পরিচিত ভারতের বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। অন্যদিকে মোবাইল বা অন্য কোনো মাধ্যমে এমপির খোঁজ না পেয়ে বিষয়টি সরকারের উচ্চ মহলে জানান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় পুলিশকে জানানো হয়। এ নিয়ে কাজ করছে দুই দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশ। 

এ ছাড়া গতকাল এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন রাজধানীর মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান। পরে গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদের উপস্থিতিতে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এমপি আনারের খোঁজে ভারতীয় পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। তারা আমাদের সহযোগিতা করছে।’ 
 
একটি সূত্রে জানা গেছে, এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন আজ (সোমবার) ভিসার জন্য ভারতীয় দূতাবাসে কাগজপত্র জমা দিয়েছেন। আশা করছেন, আগামী মঙ্গলবার ভিসা পেতে পারেন। ভিসা পেলে ডরিন বাবার খোঁজে ভারত রওনা দেবেন। 

এদিকে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার কালীগঞ্জ শহরের ভূষণ রোডে সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে শত শত নেতা-কর্মী ভিড় জমান। বিভিন্ন স্থানে এমপির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। 

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ আজকের পত্রিকাকে বলেন,  ‘পাঁচ দিন পার হয়ে গেল এমপির কোনো খবর পাচ্ছি না ভাই, কোথায় গেল, কী করছে, বেঁচে আছে কি—এসব চিন্তাই ঘুরপাক খাচ্ছে। ইন্ডিয়া তো ছোট দেশ না। কোথায় কী হলো বুঝতে পারছি না। আপনারা সবাই দোয়া করেন আমাদের এমপি যেন সুস্থ শরীরে ফিরে আসেন।’ 

উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এমপির খোঁজ নিতে আসা মো. মিন্টু বলেন, ‘আমরা এমপি সাহেবকে খুব ভালোবাসি। সুখে-দুঃখে সব সময় তাঁকে আমরা পাশে পাই। নিউজে দেখলাম তিনি ভারতে গিয়ে নিখোঁজ। আমরা খুব চিন্তিত, এ জন্য তাঁর কোনো সন্ধান পাওয়া গেল কি না—এটা জানতে এখানে এসেছি। কিন্তু তাঁর কথা কেউ বলতে পারছেন না। দোয়া করি এমপি আনার যেন সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসেন।’ 

কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার আজকের পত্রিকাকে বলেন, ‘ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নিখোঁজ রয়েছেন। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। সে জন্য আমরা নেতা-কর্মীরা আমাদের আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান করছি, কখন এমপির সন্ধান মেলে এ অপেক্ষায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত