Ajker Patrika

বাগেরহাটে তিন প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ১৮ মে ২০২৪, ২১: ৫৮
বাগেরহাটে তিন প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার উপজেলার পৌর শহর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এই আদেশ দেন। 

এ সময় একটি গাড়িতে একাধিক মাইক ব্যবহারের অপরাধে চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদারের প্রতিনিধি সোহাগকে ১০ হাজার টাকা, একই অপরাধে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল হোসেনের প্রতিনিধি মো. আবুল কালামকে ১০ হাজার টাকা এবং দেয়ালে পোস্টার লাগানো, তোরণ তৈরি ও গাছ, বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার লাগানোর অপরাধে ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল ইসলাম হিমেলের প্রতিনিধি মো. ইলিয়াস হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করছে প্রশাসন। নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় তিন প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন পরিচালনা লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত