শিমুলের পথ শুরু থেকে খুনে-খুনেই রাঙা
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একসময় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল চরমপন্থার রাজনীতি। সেই দিন আর এখন নেই, পরিস্থিতি প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে। কিন্তু সেকালে পারিবারিক আবহে পড়ে এই ভুলের পথে নেমেছিলেন শিমুল বিশ্বাস। আর ফিরতে পারেননি। দুই খুনের মামলায় ২০ বছরের মতো জেল খেটেছেন। এর বাইরেও কয়েকজন চেয়ারম্যানসহ অনে