ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের গ্রামের বাড়ি জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। বিশেষ প্রয়োজন ছাড়া এই বাড়িতে আসেন না তিনি।
এদিকে স্থানীয় লোকজন আক্তারুজ্জামান শাহীনের ব্যাপারে মুখ খুলতে নারাজ। তাঁরা বলছেন, ‘বড়লোকের ব্যাপার, মাথা ঘামাই না।’
আক্তারুজ্জামান শাহীনের বড় ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, আক্তারুজ্জামান শাহীন মাঝেমধ্যে এলাকায় এসে বাংলো বাড়িতে থাকতেন। অনেক সময় তিনি কবে দেশে আসছেন, তাও বলতেন না।
আজ বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুরে শাহীনের বড় ভাইয়ের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে তিনি একাই রয়েছেন। এরপর এলাঙ্গী গ্রামে আক্তারুজ্জামান শাহীনের বাগানবাড়িতে গিয়ে দেখা যায় তালাবদ্ধ রয়েছে বাড়ির প্রধান ফটক। বাড়িতে কাউকে পাওয়া যায়নি। বাড়ির ভেতর দেখার সুযোগ হয়নি এলাকার কোনো মানুষের।
বিষয়টি নিয়ে শাহীনের বড় ভাই সহিদুজ্জামান সেলিম বলেন, ‘শাহীন আমার ভাই। তিনি এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটাবেন, এটা বিশ্বাস হয়নি আমাদের। তবে প্রশাসনের উচিত, সঠিক তদন্ত করা। যদি ভাই দোষী হন, তাহলে প্রচলিত আইনে তাঁকে শাস্তি দেওয়া হোক এটা আমরা চাই। এমপি আনারের সঙ্গে তাঁর একটা পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল। তবে কী ব্যবসা ছিল, তা আমরা কখনো জানতে পারিনি।’
আক্তারুজ্জামান শাহীনের বিষয়ে জানতে চাইলে স্থানীয় শরিফুল ইসলাম বলেন, ‘এ বিষয় নিয়ে কিছু বলতে পারব না। তারা বড়লোক মানুষ, কোটি কোটি টাকার ব্যাপার। কিছু বলে থানায়, কোর্টে দৌড়ঝাঁপ করতে পারব না। কৃষক মানুষ, কৃষিকাজ করেই চলতে চাই।’ তাঁর মতো এলাকার একাধিক ব্যক্তি একই মন্তব্য করেন।
আরও পড়ুন:
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের গ্রামের বাড়ি জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। বিশেষ প্রয়োজন ছাড়া এই বাড়িতে আসেন না তিনি।
এদিকে স্থানীয় লোকজন আক্তারুজ্জামান শাহীনের ব্যাপারে মুখ খুলতে নারাজ। তাঁরা বলছেন, ‘বড়লোকের ব্যাপার, মাথা ঘামাই না।’
আক্তারুজ্জামান শাহীনের বড় ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, আক্তারুজ্জামান শাহীন মাঝেমধ্যে এলাকায় এসে বাংলো বাড়িতে থাকতেন। অনেক সময় তিনি কবে দেশে আসছেন, তাও বলতেন না।
আজ বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুরে শাহীনের বড় ভাইয়ের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে তিনি একাই রয়েছেন। এরপর এলাঙ্গী গ্রামে আক্তারুজ্জামান শাহীনের বাগানবাড়িতে গিয়ে দেখা যায় তালাবদ্ধ রয়েছে বাড়ির প্রধান ফটক। বাড়িতে কাউকে পাওয়া যায়নি। বাড়ির ভেতর দেখার সুযোগ হয়নি এলাকার কোনো মানুষের।
বিষয়টি নিয়ে শাহীনের বড় ভাই সহিদুজ্জামান সেলিম বলেন, ‘শাহীন আমার ভাই। তিনি এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটাবেন, এটা বিশ্বাস হয়নি আমাদের। তবে প্রশাসনের উচিত, সঠিক তদন্ত করা। যদি ভাই দোষী হন, তাহলে প্রচলিত আইনে তাঁকে শাস্তি দেওয়া হোক এটা আমরা চাই। এমপি আনারের সঙ্গে তাঁর একটা পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল। তবে কী ব্যবসা ছিল, তা আমরা কখনো জানতে পারিনি।’
আক্তারুজ্জামান শাহীনের বিষয়ে জানতে চাইলে স্থানীয় শরিফুল ইসলাম বলেন, ‘এ বিষয় নিয়ে কিছু বলতে পারব না। তারা বড়লোক মানুষ, কোটি কোটি টাকার ব্যাপার। কিছু বলে থানায়, কোর্টে দৌড়ঝাঁপ করতে পারব না। কৃষক মানুষ, কৃষিকাজ করেই চলতে চাই।’ তাঁর মতো এলাকার একাধিক ব্যক্তি একই মন্তব্য করেন।
আরও পড়ুন:
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৭ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে