Ajker Patrika

অনলাইন জুয়া খেলায় বাধা দেওয়ায় ফুফুকে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
অনলাইন জুয়া খেলায় বাধা দেওয়ায় ফুফুকে হত্যা

কুষ্টিয়া জেলা স্কুলের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক রোকসানা হত্যার ঘটনায় ভাইয়ের ছেলে নওরোজ কবির নিশাতকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত ফুফুকে হত্যার কথা স্বীকার করেছেন।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, সোমবার রাত ১২টার দিকে নিশাতকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে নিহতের স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত ফুফুকে হত্যার কথা স্বীকার করে জানান, অনলাইন বেটিং জুয়া খেলায় বাধা দেওয়ায় তিনি ফুফুকে হত্যা করেছেন। নিশাতের দেখিয়ে দেওয়া জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শিলটি উদ্ধার করে পুলিশ।

ওসি নাসির উদ্দিন জানান, রোকসানা দম্পতি নিঃসন্তান ছিলেন। তাই ভাইয়ের ছেলে নিশাতকে স্নেহের সঙ্গে তাঁরা লালন-পালন করেন। নিশাত অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। বিষয়টি জানার পর নিশাতকে জুয়া খেলায় বাধা দেন রোকসানা। এ নিয়ে প্রায় নিশাতকে বকাও দিতেন। জুয়ায় বাধা দেওয়ার কারণে ফুফুকে হত্যার সিদ্ধান্ত নেয় নিশাত। 

ওসি আরও জানান, গত রোববার রাতে রোকসানা ঘুমালে দেড়টার দিকে রান্না ঘর থেকে শিল নিয়ে যান নিশাত। এ সময় নিশাত মাথায় আঘাত করে ফুফুকে হত্যা করে। ফুফুর মৃত্যু নিশ্চিত করার পর বারান্দার ওপরের ফলস ছাদের ফাঁকা অংশ দিয়ে বেরিয়ে যায় নিশাত। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, শহরের হাউজিং স্টেটের ছয়তলা ভবনের দোতলায় থাকতেন রোকসানা। তাঁর স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান যশোরে এলজিইডিতে চাকরি করেন। তিনি সেখানেই থাকেন আর রোকসানা নিজ বাড়ির দোতলায় একা থাকতেন। একই বাড়ির চার তলায় থাকেন তাঁর ভাইয়ের স্ত্রী ও সন্তানেরা। 

এদিকে নিশাতের বাবা মারা যাওয়ায় রোকসানা দেখভাল করতেন। নিশাতের অনলাইন বেটিং জুয়ার জন্য ফুফুর কাছ থেকে প্রায়ই টাকা নিতেন। ফুফু তাকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। সেটিও বিক্রি করে জুয়া খেলেছেন নিশাত।

আজ মঙ্গলবার সকালে নিশাতকে আদালতে পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত