কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা স্কুলের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক রোকসানা হত্যার ঘটনায় ভাইয়ের ছেলে নওরোজ কবির নিশাতকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত ফুফুকে হত্যার কথা স্বীকার করেছেন।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, সোমবার রাত ১২টার দিকে নিশাতকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে নিহতের স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত ফুফুকে হত্যার কথা স্বীকার করে জানান, অনলাইন বেটিং জুয়া খেলায় বাধা দেওয়ায় তিনি ফুফুকে হত্যা করেছেন। নিশাতের দেখিয়ে দেওয়া জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শিলটি উদ্ধার করে পুলিশ।
ওসি নাসির উদ্দিন জানান, রোকসানা দম্পতি নিঃসন্তান ছিলেন। তাই ভাইয়ের ছেলে নিশাতকে স্নেহের সঙ্গে তাঁরা লালন-পালন করেন। নিশাত অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। বিষয়টি জানার পর নিশাতকে জুয়া খেলায় বাধা দেন রোকসানা। এ নিয়ে প্রায় নিশাতকে বকাও দিতেন। জুয়ায় বাধা দেওয়ার কারণে ফুফুকে হত্যার সিদ্ধান্ত নেয় নিশাত।
ওসি আরও জানান, গত রোববার রাতে রোকসানা ঘুমালে দেড়টার দিকে রান্না ঘর থেকে শিল নিয়ে যান নিশাত। এ সময় নিশাত মাথায় আঘাত করে ফুফুকে হত্যা করে। ফুফুর মৃত্যু নিশ্চিত করার পর বারান্দার ওপরের ফলস ছাদের ফাঁকা অংশ দিয়ে বেরিয়ে যায় নিশাত। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শহরের হাউজিং স্টেটের ছয়তলা ভবনের দোতলায় থাকতেন রোকসানা। তাঁর স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান যশোরে এলজিইডিতে চাকরি করেন। তিনি সেখানেই থাকেন আর রোকসানা নিজ বাড়ির দোতলায় একা থাকতেন। একই বাড়ির চার তলায় থাকেন তাঁর ভাইয়ের স্ত্রী ও সন্তানেরা।
এদিকে নিশাতের বাবা মারা যাওয়ায় রোকসানা দেখভাল করতেন। নিশাতের অনলাইন বেটিং জুয়ার জন্য ফুফুর কাছ থেকে প্রায়ই টাকা নিতেন। ফুফু তাকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। সেটিও বিক্রি করে জুয়া খেলেছেন নিশাত।
আজ মঙ্গলবার সকালে নিশাতকে আদালতে পাঠানো হয়।
কুষ্টিয়া জেলা স্কুলের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক রোকসানা হত্যার ঘটনায় ভাইয়ের ছেলে নওরোজ কবির নিশাতকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত ফুফুকে হত্যার কথা স্বীকার করেছেন।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, সোমবার রাত ১২টার দিকে নিশাতকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে নিহতের স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত ফুফুকে হত্যার কথা স্বীকার করে জানান, অনলাইন বেটিং জুয়া খেলায় বাধা দেওয়ায় তিনি ফুফুকে হত্যা করেছেন। নিশাতের দেখিয়ে দেওয়া জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শিলটি উদ্ধার করে পুলিশ।
ওসি নাসির উদ্দিন জানান, রোকসানা দম্পতি নিঃসন্তান ছিলেন। তাই ভাইয়ের ছেলে নিশাতকে স্নেহের সঙ্গে তাঁরা লালন-পালন করেন। নিশাত অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। বিষয়টি জানার পর নিশাতকে জুয়া খেলায় বাধা দেন রোকসানা। এ নিয়ে প্রায় নিশাতকে বকাও দিতেন। জুয়ায় বাধা দেওয়ার কারণে ফুফুকে হত্যার সিদ্ধান্ত নেয় নিশাত।
ওসি আরও জানান, গত রোববার রাতে রোকসানা ঘুমালে দেড়টার দিকে রান্না ঘর থেকে শিল নিয়ে যান নিশাত। এ সময় নিশাত মাথায় আঘাত করে ফুফুকে হত্যা করে। ফুফুর মৃত্যু নিশ্চিত করার পর বারান্দার ওপরের ফলস ছাদের ফাঁকা অংশ দিয়ে বেরিয়ে যায় নিশাত। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শহরের হাউজিং স্টেটের ছয়তলা ভবনের দোতলায় থাকতেন রোকসানা। তাঁর স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান যশোরে এলজিইডিতে চাকরি করেন। তিনি সেখানেই থাকেন আর রোকসানা নিজ বাড়ির দোতলায় একা থাকতেন। একই বাড়ির চার তলায় থাকেন তাঁর ভাইয়ের স্ত্রী ও সন্তানেরা।
এদিকে নিশাতের বাবা মারা যাওয়ায় রোকসানা দেখভাল করতেন। নিশাতের অনলাইন বেটিং জুয়ার জন্য ফুফুর কাছ থেকে প্রায়ই টাকা নিতেন। ফুফু তাকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। সেটিও বিক্রি করে জুয়া খেলেছেন নিশাত।
আজ মঙ্গলবার সকালে নিশাতকে আদালতে পাঠানো হয়।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৫ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
৬ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৩ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৩ দিন আগে