Ajker Patrika

বেনাপোলে ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৪: ১২
বেনাপোলে ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তে এক ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইজিবাইকচালকের নাম সজীব (২০)। আজ বুধবার সকালে বেনাপোল সীমান্তের খড়িডাঙ্গা মাঠের ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বেনাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে সজীব। সজীবের মাকে ছেড়ে তাঁর বাবা আরেকটি বিয়ে করে চলে যাওয়ায় পরিবার অভাবের মুখে পড়ে। এতে সংসারের হাল ধরতে কিশোর বয়সেই সজীব ইজিবাইক ভাড়া নিয়ে চালাতে শুরু করেন। গতকাল মঙ্গলবার বাড়ি থেকে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বের হন সজীব। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পায়। এ সময় সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। পরে আজ সকালে তাঁর মরদেহ একটি ধানখেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। 

সজীবের বাবা শহীদ গাজী বলেন, তাঁর ছেলেকে যারা হত্যা করেছে, তাদের আটক করে এমন শাস্তি দেওয়া হোক, যাতে আর কেউ কারও মায়ের কোল খালি করতে সাহস না পায়। 

যশোরের নাভরন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, ‘ইজিবাইক ছিনতাইকারীরা এ হত্যার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আশা করছি খুব দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। মামলার প্রক্রিয়া চলমান আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত