Ajker Patrika

চুয়াডাঙ্গায় হাটবাজারে অভিযান, জরিমানা ৬৫ হাজার

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১২: ১২
চুয়াডাঙ্গায় হাটবাজারে অভিযান, জরিমানা ৬৫ হাজার

চুয়াডাঙ্গার জীবননগরে মূল্যতালিকা না টাঙানো এবং বিক্রির জন্য ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে মাংস সংরক্ষণের অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ফ্রিজে থাকা এক মণ মুরগির মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

গতকাল শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ আন্দুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। তিনি জানান, অভিযানে সব ব্যবসায়ীকে পুরোনো দাঁড়িপাল্লার পরিবর্তে ডিজিটাল স্কেল ব্যবহার, ন্যায্যমূল্যে পণ্য বেচাকেনা, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। পরে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।

এদিকে বরিশাল নগরের সাগরদী বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বেশি মূল্যে পণ্য বিক্রির অপরাধে তিন দোকানে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান ও শাহরুখ আলম শান্তনু ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন। এ সময় নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।

অন্যদিকে রংপুরের তারাগঞ্জ ও বুড়িরহাট বাজারে পচা ডিম ও ক্ষতিকর রাসায়নিক পাউডার ‘সাল্টু’ ব্যবহার করে ইফতারি তৈরির দায়ে তিন রেস্তোরাঁয় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। ইউএনও বলেন, মানুষ পবিত্র মাহে রমজানে যাতে নিরাপদ ও ভেজালমুক্ত খাবার খেতে পারেন, সে জন্য অভিযান চালানো হয়। ব্যবসায়ীরা যাতে ভবিষ্যতে এমন কাজ না করেন, সে জন্য সতর্ক করা হয়েছে।

এ ছাড়া রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট বাজারে গতকাল ভোক্তা-অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদবিহীন পণ্য বিক্রি, পোড়া ও বাসি তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরি এবং মূল্য তালিকা না রাখার অভিযোগে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত