ঝিনাইদহ প্রতিনিধি
মালয়েশিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নুরে আলম মানিক (৪৫) নামের ঝিনাইদহের এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে দেশটির কুয়ালালামপুরের সিলামগড় জেলার কেআইপি নামক স্থানে এ ঘটনা ঘটে।
মানিক ঝিনাইদহ জেলা শহরের আদর্শপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে। নুরে আলমের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
নিহতের স্ত্রী শাহনাজ পারভীন বলেন, ‘আমার স্বামী মালয়েশিয়াতে ব্যবসা করছিলেন। সেখানে প্রায় ৬ মাস আগে বাংলাদেশি অপর ব্যক্তি এহসান ব্যক্তিগত ও আর্থিক কারণে দোকান থেকে মালামাল প্রায় শূন্য করে ফেলেন। নুরে আলমের ওই দোকানটির লাইসেন্স ছিল মালয়েশিয়া বংশোদ্ভূত বিলকিস নামের এক নারীর। সে সময় এহসান বারবার আমার স্বামীকে বলত ‘‘তুমি দোকানটি নিয়ে সাজিয়ে গুছিয়ে ব্যবসা কর।’ ’ এরপর আমার স্বামী সেই দোকানে ব্যবসা শুরু করে। এরই প্রেক্ষিতে রোববার নিজ সুপার শপের দোকানে বসে থাকা অবস্থায় এক ব্যক্তি তাঁর দোকানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এর কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। সেখানে থাকা অন্য ব্যবসায়ীদের মাধ্যমে বিকেলে খবর পাই আমরা।’
নিহতের স্ত্রী আরও বলেন, ‘ঘটনার সময় ওই দোকানে ওপরের বাসায় ছিল এহসান ভাই। সে সময় কেন সে আসল না এর কোনো উত্তর ফোনে মালয়েশিয়া থেকে সে আমাকে দেয়নি। আমাদের ধারণা পরিকল্পিতভাবেই আমার স্বামীকে হত্যা করা হয়েছে। এর সঠিক বিচার চাই আমরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, সেটাই চাই সবাই।’
নিহতের মেয়ে সিনথিয়া সোয়া বলেন, ‘আমার বাবাকে শেষ বারের মতো দেখতে চাই। সরকার যেন আমার বাবার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করে।’
নিহত এহসানের বড় বোন তাসলীমা খাতুন বলেন, ‘ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনতে আমরা এরই মধ্যে মালয়েশিয়াতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি। সেখানে আবেদন করা হয়েছে। তারা জানিয়েছে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মালয়েশিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নুরে আলম মানিক (৪৫) নামের ঝিনাইদহের এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে দেশটির কুয়ালালামপুরের সিলামগড় জেলার কেআইপি নামক স্থানে এ ঘটনা ঘটে।
মানিক ঝিনাইদহ জেলা শহরের আদর্শপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে। নুরে আলমের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
নিহতের স্ত্রী শাহনাজ পারভীন বলেন, ‘আমার স্বামী মালয়েশিয়াতে ব্যবসা করছিলেন। সেখানে প্রায় ৬ মাস আগে বাংলাদেশি অপর ব্যক্তি এহসান ব্যক্তিগত ও আর্থিক কারণে দোকান থেকে মালামাল প্রায় শূন্য করে ফেলেন। নুরে আলমের ওই দোকানটির লাইসেন্স ছিল মালয়েশিয়া বংশোদ্ভূত বিলকিস নামের এক নারীর। সে সময় এহসান বারবার আমার স্বামীকে বলত ‘‘তুমি দোকানটি নিয়ে সাজিয়ে গুছিয়ে ব্যবসা কর।’ ’ এরপর আমার স্বামী সেই দোকানে ব্যবসা শুরু করে। এরই প্রেক্ষিতে রোববার নিজ সুপার শপের দোকানে বসে থাকা অবস্থায় এক ব্যক্তি তাঁর দোকানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এর কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। সেখানে থাকা অন্য ব্যবসায়ীদের মাধ্যমে বিকেলে খবর পাই আমরা।’
নিহতের স্ত্রী আরও বলেন, ‘ঘটনার সময় ওই দোকানে ওপরের বাসায় ছিল এহসান ভাই। সে সময় কেন সে আসল না এর কোনো উত্তর ফোনে মালয়েশিয়া থেকে সে আমাকে দেয়নি। আমাদের ধারণা পরিকল্পিতভাবেই আমার স্বামীকে হত্যা করা হয়েছে। এর সঠিক বিচার চাই আমরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, সেটাই চাই সবাই।’
নিহতের মেয়ে সিনথিয়া সোয়া বলেন, ‘আমার বাবাকে শেষ বারের মতো দেখতে চাই। সরকার যেন আমার বাবার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করে।’
নিহত এহসানের বড় বোন তাসলীমা খাতুন বলেন, ‘ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনতে আমরা এরই মধ্যে মালয়েশিয়াতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি। সেখানে আবেদন করা হয়েছে। তারা জানিয়েছে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৪ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫