Ajker Patrika

শার্শা সীমান্তে ৬ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ২০: ২০
শার্শা সীমান্তে ৬ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার

ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তে ৬৩টি স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি।

আজ মঙ্গলবার বিকেলে খুলনা ২১ ব্যাটালিয়নের অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। 

জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন ৭ কেজি ৩৩৬ গ্রাম। এর আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। 

গ্রেপ্তার চোরাকারবারি আব্দুর রাজ্জাক বেনাপোল পোর্ট-থানা এলাকার বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তানভীর রহমান (পিএসসি) আজকের পত্রিকাকে বলেন, শার্শার অগ্রভুলাট সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে, এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে মোটরসাইকেলসহ তাঁকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মোটরসাইকেলের চ্যাসিসের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৬৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৫ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকা। আটক চোরাকারবারির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

অধিনায়ক তানভীর আরও বলেন, গত এক বছরে এ সীমান্ত থেকে ২১টি অভিযানে ৫৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন খুলনা ২১ বিজিবি সদস্যরা। এ সময় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ২১ জনকে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত