Ajker Patrika

খুলনায় গুলিতে ঘাট ইজারাদার নিহত 

খুলনা প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১২: ৩২
খুলনায় গুলিতে ঘাট ইজারাদার নিহত 

খুলনা জেলার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে মিলন ফকির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে ফুলতলা বাজারের অদূরে জামিরা রোডের আইডিয়াল স্কুলের মোড়ে ‘মা টেলিকম অ্যান্ড কনফেকশনারি’ দোকানের সামনে মিলনকে গুলি করা হয়।

নিহত মিলন নড়াইল জেলার কালিয়া থানার পেরোলী গ্রামের আব্দুল ওহাবের পুত্র। কয়েক বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে ফুলতলার শিকিরহাট খেয়াঘাট ইজারা নিয়ে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হন। ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন, তবে পরাজিত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল পৌনে আটটার দিকে চা পান করার জন্য জামিরা রোডের আইডিয়াল স্কুলের মোড়ে মা টেলিকম অ্যান্ড কনফেকশনারির সামনে দাঁড়িয়ে ছিলেন মিলন ফকির। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে তাঁকে গুলি ছোড়ে। তখন আত্মরক্ষার্থে মিলন দৌড়ে ওই কনফেকশনারিতে ঢুকলে সেখানে তাঁকে আবারও গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস তালুকদার বলেন, ‘সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা করছি। পরে বিস্তারিত জানানো যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত