Ajker Patrika

জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

খুলনা প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২২, ১৬: ৫৬
জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

খুলনায় জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোড়াবাড়ি এলাকার আবদুর রহমানের ছেলে নুর মোহাম্মদ অনিক ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাশুরদুয়ার এলাকার মো. রেজাউল করিমের ছেলে মোজাহিদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ বলেন, ২০২০ সালের ২৫ জানুয়ারি গোপন সংবাদে পুলিশ জানতে পারে নগরীর সোনাডাঙ্গা থানার পুরোনো গল্লামারী রোডের হাসনাহেনা নামে একটি বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির কয়েকজন অবস্থান করছেন। সেখানে তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন। ওই দিন দিবাগত রাত সোয়া ৩টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও কয়েকটি রিমোট কন্ট্রোল উদ্ধার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা জেএমবির সদস্য বলে পরিচয় দেন। এ বিষয়ে ওই দিন রাতে সোনাডাঙ্গা থানার এসআই রোহিত কুমার বিশ্বাস বাদী হয়ে তাঁদের দুজনের নামে বিস্ফোরক আইনে মামলা করেন। একই বছরের ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. এনামুল হক তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আইনজীবী আরও বলেন, মামলা চলাকালীন মোট ১২ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত