নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যশোরের কোতোয়ালির শেখহাটি জামরুলতলা এলাকা থেকে এক নারীকে পাশের দেশ ভারতে ভালো চাকরির প্রলোভনে পাচারের ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর জেলা।
গ্রেপ্তাররা হলেন মো. মজনু বিশ্বাস (৪৪) ও তাঁর স্ত্রী মোছা. মাজেদা খাতুন (২৫)।
গত রোববার রাতে ঝিনাইদহ সদর থানার সুরাট পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা বিভিন্ন জেলায় বাসা ভাড়া নিয়ে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচার করে আসছিল।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিবিআই সদরের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ।
আবু ইউসুফ জানান, ভুক্তভোগী যশোরের কোতোয়ালির উপজেলার শেখহাটি জামরুলতলা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। একই বাড়ির ভাড়াটিয়া হিসেবে আসামিরা তাঁর সঙ্গে সখ্য গড়ে তুলে চাকরির কথা বলে ভারতে পাচারের পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১৭ মে পরিকল্পনা অনুযায়ী তাঁরা ভুক্তভোগীকে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচার করে সুরাটে নিয়ে যায়। সেখানে চক্রের সদস্য ও মজনু বিশ্বাসের চাচাতো শ্যালক সোহাগ সরদারের হাতে তুলে দেয়। এরপর সোহাগ ও তাঁর স্ত্রী জয়া ওরফে রিয়া ভুক্তভোগীকে অনৈতিক কাজে বাধ্য করে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলাটি আদালত যশোর পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। পরবর্তী সময়ে যশোরের একটি সামাজিক সংগঠনের সহায়তায় ভুক্তভোগীকে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ভারত থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে পিবিআই।
মামলাটি তদন্তে নেমে সংস্থাটির কর্মকর্তারা জানতে পারেন মানব পাচার চক্রের মূল হোতা মজনু বিশ্বাস ও মাজেদা খাতুন দম্পতির গ্রামের বাড়ি নড়াইল উপজেলায়। উপজেলা পরিষদের নথিতে দেখা যায় মজনু বিশ্বাস মৃত। এই সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কিন্তু পিবিআই কর্মকর্তারা গভীর তদন্তে জানতে পারেন এই দম্পতি পেশাদার মানব পাচার চক্রের সদস্য। তাঁরা নিজ এলাকা ছেড়ে বিভিন্ন এলাকায় বসবাস করেন এবং প্রতিনিয়ত ঠিকানা বদলে আসছেন। পরবর্তীকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।
পরে ভুক্তভোগীর বাবার মামলা দায়েরের পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মামলাটি যশোর জেলা পিবিআই নিজ উদ্যোগে তদন্তের দায়িত্ব নিয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যশোরের কোতোয়ালির শেখহাটি জামরুলতলা এলাকা থেকে এক নারীকে পাশের দেশ ভারতে ভালো চাকরির প্রলোভনে পাচারের ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর জেলা।
গ্রেপ্তাররা হলেন মো. মজনু বিশ্বাস (৪৪) ও তাঁর স্ত্রী মোছা. মাজেদা খাতুন (২৫)।
গত রোববার রাতে ঝিনাইদহ সদর থানার সুরাট পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা বিভিন্ন জেলায় বাসা ভাড়া নিয়ে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচার করে আসছিল।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিবিআই সদরের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ।
আবু ইউসুফ জানান, ভুক্তভোগী যশোরের কোতোয়ালির উপজেলার শেখহাটি জামরুলতলা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। একই বাড়ির ভাড়াটিয়া হিসেবে আসামিরা তাঁর সঙ্গে সখ্য গড়ে তুলে চাকরির কথা বলে ভারতে পাচারের পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১৭ মে পরিকল্পনা অনুযায়ী তাঁরা ভুক্তভোগীকে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচার করে সুরাটে নিয়ে যায়। সেখানে চক্রের সদস্য ও মজনু বিশ্বাসের চাচাতো শ্যালক সোহাগ সরদারের হাতে তুলে দেয়। এরপর সোহাগ ও তাঁর স্ত্রী জয়া ওরফে রিয়া ভুক্তভোগীকে অনৈতিক কাজে বাধ্য করে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলাটি আদালত যশোর পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। পরবর্তী সময়ে যশোরের একটি সামাজিক সংগঠনের সহায়তায় ভুক্তভোগীকে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ভারত থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে পিবিআই।
মামলাটি তদন্তে নেমে সংস্থাটির কর্মকর্তারা জানতে পারেন মানব পাচার চক্রের মূল হোতা মজনু বিশ্বাস ও মাজেদা খাতুন দম্পতির গ্রামের বাড়ি নড়াইল উপজেলায়। উপজেলা পরিষদের নথিতে দেখা যায় মজনু বিশ্বাস মৃত। এই সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কিন্তু পিবিআই কর্মকর্তারা গভীর তদন্তে জানতে পারেন এই দম্পতি পেশাদার মানব পাচার চক্রের সদস্য। তাঁরা নিজ এলাকা ছেড়ে বিভিন্ন এলাকায় বসবাস করেন এবং প্রতিনিয়ত ঠিকানা বদলে আসছেন। পরবর্তীকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।
পরে ভুক্তভোগীর বাবার মামলা দায়েরের পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মামলাটি যশোর জেলা পিবিআই নিজ উদ্যোগে তদন্তের দায়িত্ব নিয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫