অনলাইন ডেস্ক
ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দারাবাদে সংঘবদ্ধ ধর্ষণের রাজ্যের এক আইনপ্রণেতার ছেলের নাম নাম উঠে এসেছে। ওই আইনপ্রণেতা ভারতের রাজনীতিতে বিখ্যাত নাম আসাদুদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিশ–ই–ইত্তেহাদুল মুসলেমিনের সদস্য। এই ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ৬ জনের মধ্যে ৫ জনই নাবালক। তাদের সবাইকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে পাঁচজনই নাবালক হওয়ায় তাদের ভারতীয় দণ্ডবিধি পিওসিএসও অ্যাক্টের আওতায় অভিযুক্ত করা হয়েছে। পিওসিএসও অ্যাক্ট ছাড়াও তাদের বিরুদ্ধে শালীনতা হরণ এবং সহিংস হামলার অভিযোগও আনা হয়েছে।
এর আগে, গত সপ্তাহে, বিজেপির আইনপ্রণেতা রঘুনন্দন রাও একটি ভিডিও ক্লিপ এবং বেশ কিছু ছবি প্রকাশ করেছিলেন যেখানে ওই কিশোরী এবং তার ওপর আক্রমণকারীদের দেখা যাচ্ছিল। সে সময় রঘুনন্দন অভিযোগ করেন—ওই সময় একটি গাড়িতে ওই কিশোরীর সঙ্গে একজন আইনপ্রণেতার ছেলেও উপস্থিত ছিলেন। তিনি আরও অভিযোগ করেন, পুলিশ বিষয়টি ধামাচাপা দিতে চাইছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিকে পুলিশ বলছিল যে, ওই সময় ওই আইনপ্রণেতার ছেলে গাড়িতে ছিল না। পরে পুলিশ জানায় যে—ধর্ষণের ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
এর আগে, ওই কিশোরী একটি পাব থেকে বের হয়ে যাওয়ার সময় একটি গাড়ির ভেতরে একদল স্কুল পড়ুয়া কিশোরের আক্রমণের শিকার হয়। তাদের মধ্যে একজন ওই কিশোরীকে তাদের সঙ্গে যেতে বলে। ঘটনাটি হায়দারাবাদের জুবিলি হিলস এলাকায় সংঘটিত হয়।
ভাইরাল হওয়া এক সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, ওই কিশোরী একটি পাবের বাইরে অভিযুক্তদের সঙ্গে অপেক্ষা করছে।
অভিযুক্তদের অধিকাংশই একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দারাবাদে সংঘবদ্ধ ধর্ষণের রাজ্যের এক আইনপ্রণেতার ছেলের নাম নাম উঠে এসেছে। ওই আইনপ্রণেতা ভারতের রাজনীতিতে বিখ্যাত নাম আসাদুদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিশ–ই–ইত্তেহাদুল মুসলেমিনের সদস্য। এই ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ৬ জনের মধ্যে ৫ জনই নাবালক। তাদের সবাইকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে পাঁচজনই নাবালক হওয়ায় তাদের ভারতীয় দণ্ডবিধি পিওসিএসও অ্যাক্টের আওতায় অভিযুক্ত করা হয়েছে। পিওসিএসও অ্যাক্ট ছাড়াও তাদের বিরুদ্ধে শালীনতা হরণ এবং সহিংস হামলার অভিযোগও আনা হয়েছে।
এর আগে, গত সপ্তাহে, বিজেপির আইনপ্রণেতা রঘুনন্দন রাও একটি ভিডিও ক্লিপ এবং বেশ কিছু ছবি প্রকাশ করেছিলেন যেখানে ওই কিশোরী এবং তার ওপর আক্রমণকারীদের দেখা যাচ্ছিল। সে সময় রঘুনন্দন অভিযোগ করেন—ওই সময় একটি গাড়িতে ওই কিশোরীর সঙ্গে একজন আইনপ্রণেতার ছেলেও উপস্থিত ছিলেন। তিনি আরও অভিযোগ করেন, পুলিশ বিষয়টি ধামাচাপা দিতে চাইছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিকে পুলিশ বলছিল যে, ওই সময় ওই আইনপ্রণেতার ছেলে গাড়িতে ছিল না। পরে পুলিশ জানায় যে—ধর্ষণের ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
এর আগে, ওই কিশোরী একটি পাব থেকে বের হয়ে যাওয়ার সময় একটি গাড়ির ভেতরে একদল স্কুল পড়ুয়া কিশোরের আক্রমণের শিকার হয়। তাদের মধ্যে একজন ওই কিশোরীকে তাদের সঙ্গে যেতে বলে। ঘটনাটি হায়দারাবাদের জুবিলি হিলস এলাকায় সংঘটিত হয়।
ভাইরাল হওয়া এক সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, ওই কিশোরী একটি পাবের বাইরে অভিযুক্তদের সঙ্গে অপেক্ষা করছে।
অভিযুক্তদের অধিকাংশই একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
১ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১০ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
২০ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫