Ajker Patrika

ব্যাংক ডাকাত সন্দেহে আটক ব্ল্যাক প্যান্থারের পরিচালক, পরে ক্ষমা চাইল কর্তৃপক্ষ

ব্যাংক ডাকাত সন্দেহে আটক ব্ল্যাক প্যান্থারের পরিচালক, পরে ক্ষমা চাইল কর্তৃপক্ষ

আফ্রিকার মিথ নিয়ে হলিউডে নির্মিত তুমুল জনপ্রিয় সিনেমা ব্ল্যাক প্যান্থারের পরিচালক ব্যাংক ডাকাতিতে জড়িত ছিলেন? এমন অভিযোগেই পরিচালক রায়ান কুগলারকে আটক করেছিল পুলিশ। অবশ্য ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। দ্রুতই ক্ষমা চেয়েছে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারিতে আটলান্টায় কুগলারকে আটক করে পুলিশ। গতকাল বুধবার পুলিশ সেই ভিডিও প্রকাশ করেছে। এর আগে বিষয়টি জানা যায়নি। কোনো পক্ষই এ নিয়ে মুখ খোলেনি। 

ভিডিও প্রকাশের পর পরিচালক রায়ান কুগলার এক বিবৃবিতিতে বলেছেন, এমন ঘটনা খুবই অনভিপ্রেত। যাইহোক, ব্যাংক অব আমেরিকা আমার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের আচরণে আমি সন্তুষ্ট। আমরা এ নিয়ে কোনো অসন্তোষ রাখতে চাই না। 

পুলিশের বরাত দিয়ে শোবিজ ম্যাগাজিন ই-এর প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টায় ওই সময় বেশ কয়েকটি কোম্পানির পক্ষ থেকে সন্দেহজনক তৎপরতার কথা পুলিশকে জানানো হয়েছিল। পুলিশ সেখানে দেখতে পায়, একটি বিলাসবহুল গাড়ি (এসইউভি) পার্ক করা এবং ইঞ্জিন তখনো চলছে। ভেতরে বসা ছিলেন দুই নারী-পুরুষ। তাঁরা পুলিশকে জানান, তাঁরা কুগলার নামে একজন সিনেমা প্রযোজকের জন্য অপেক্ষা করছেন। কুগলার ভেতরে টাকাপয়সা লেনদেন করছেন। পুলিশ তখন গাড়িতে বসা পুরুষটিকে কুগলারের ব্যাপারে কিছু তথ্য দিতে বলে। সেই বর্ণনা ব্যাংক অব আমেরিকা যে সন্দেহভাজনের বর্ণনা পুলিশকে দিয়েছিল তার সঙ্গে মিলে যায়। 

এরপরই কুগলারকে আটক করে হ্যান্ডকাপ পরানো হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর কুগলার ছাড়া পান। ১০-১২ ঘণ্টা হ্যান্ডকাপ পরা অবস্থায় ছিলেন কুগলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত