Ajker Patrika

নরসিংদীতে তরুণীকে ‘গাছে বেঁধে নির্যাতন’, মামলার পর গ্রেপ্তার ১ 

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে তরুণীকে ‘গাছে বেঁধে নির্যাতন’, মামলার পর গ্রেপ্তার ১ 

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও শ্লীলতাহানি অভিযোগে মামলা হয়েছে। এতে মো. মজিবুর ররহমান (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 

এর আগে গতকাল রোববার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে নরসিংদী সদর উপজেলার শীলমান্দীর গণেরগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মজিবুর রহমান নরসিংদীর শীলমান্দি এলাকার মৃত মালু মিয়ার ছেলে। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) জমি সংক্রান্ত বিরোধে শীলমান্দি ইউনিয়নের গণেরগাঁও গ্রামে আম গাছের সঙ্গে বেঁধে ভুক্তভোগী তরুণীকে (২২) নির্যাতন ও শ্লীলতাহানি করা হয়। মুজিবুর রহমানের নেতৃত্বে তাঁর ছেলে মো নাঈম (৩০) ও মো. নাজমুল হাসান (৩৪) তাঁকে মারপিট, নির্যাতন ও শ্লীলতাহানি করেন। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। 

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরে ঘটনার তিন দিন পরে গতকাল রোববার দুপুরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নরসিংদী সদর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। পরে রাতে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ অভিযানে নামে। 

অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন মিয়া বলেন, ‘আমরা ঘটনার সত্যতা পেয়েছি এবং এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মজিবুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত