Ajker Patrika

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জে রানা মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রোববার রাতে সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই কাঠি ইউনিয়ন পরিষদের মেম্বার ইব্রাহিম মোল্লাকে (৪৫) আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রানা মোল্লা ওই এলাকার মৃত বাদল মোল্লার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠি গ্রামের বদু সরদারের সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রানা মোল্লার বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই বছর আগে রানা মোল্লা ও তাঁর লোকজন বদু সরদারকে কুপিয়ে আহত করেন। পরবর্তীতে ৩ লাখ টাকার বিনিময়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়। 

আরও জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় রানা মোল্লা কয়েকজন বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর এলাকায় দই খেতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে তেলিগাতি গ্রামে বদু সরদার ১৫ / ১৬ জন লোক নিয়ে গতিরোধ করে তাঁর ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রানাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

সদর থানার ওসি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইব্রাহীম মোল্লা নামের এক মেম্বারকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত