Ajker Patrika

প্রবাসীকে চড় মেরে বরখাস্ত হলেন কাস্টমস কর্মকর্তা

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৮: ৫১
প্রবাসীকে চড় মেরে বরখাস্ত হলেন কাস্টমস কর্মকর্তা

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীকে চড় মারার অভিযোগে ঢাকা কাস্টমস হাউসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই কর্মকর্তার নাম সোহেল রানা। তিনি ঢাকা কাস্টমস হাউসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে বিমানবন্দরে কর্মরত।

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ আব্দুস সাদেক আজ সোমবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি আব্দুস সাদেক বলেন, ‘ওই দিন এক যাত্রীর সঙ্গে একটি ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় রোববার (৭ আগস্ট) সকালে অফিস টাইমের শুরুতেই সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

ডিসি সাদেক বলেন, ‘তিনি কাস্টমস আইনে একজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করতেই পারেন। কিন্তু কোনোভাবেই শারীরিক বা মৌখিকভাবে আঘাত তো করা যাবে না। এসব ক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কঠোর নির্দেশনা দিয়েছেন। এমন কর্মকাণ্ড একদম বরদাশত করা হবে না।’

মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারওয়েজের একটি ফ্লাইটে গত শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটে ঢাকা বিমানবন্দরে আগত যাত্রী ইমতিয়াজ মাহমুদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে কাস্টমস কর্মকর্তা সোহেল রানার বিরুদ্ধে। এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই যাত্রীর বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী এলাকায়। যাত্রী ইমতিয়াজ মাহমুদের অভিযোগ, তাঁকে কাস্টম জোনে এলে জিজ্ঞাসাবাদ করেন কাস্টমস কর্মকর্তা সোহেল রানা। একপর্যায়ে উত্তেজিত হয়ে গালে চড়ও মারেন সোহেল রানা। পরে তল্লাশির নামে দীর্ঘ সময় কাস্টমস ডেস্কে আটকে রাখেন। পরে তাঁর সারা শরীর ও লাগেজ তল্লাশি করে অবৈধ কোনো কিছু না পেয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘সোহেল রানা প্রিভেন্টিভ টিমের ২৪ ঘণ্টা কাজ করত। কারেন্সিসহ (বৈদেশিক মুদ্রা) পরপর তিনটি কেস ডিটেক্ট করে। পরপর ২৪ ঘণ্টা ডিউটি করার পর সে মেন্টালি ডিস্টার্ব হয়ে গিয়েছিল। এদিকে ওই প্যাসেঞ্জারও (যাত্রী) বারবার তাকে মিসগাইড করতেছিল। একবার বলে তার লাগেজ নাই, আবার বলে লাগেজ আছে। এ ধরনের মিসগাইড বারবার করতেছিল। যার কারণে সোহেল রানা একটু ঝামেলায় পড়ে গিয়েছিল। পরে সোহেল রানা রাগ করে একটু কটু কথা বলেছিল। এর কিছুই না।’

ডিসি সানোয়ারুল কবীর বলেন, ‘আমাদের একটু কেয়ারফুলভাবে ডিউটি করতে হয়। তাঁকে আসলে এই কেয়ারফুললেসের কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর কিছুই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত