Ajker Patrika

বন্দরে তিন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বন্দরে তিন কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের বন্দরে মশার কয়েল ও মুড়ি উৎপাদন কারখানাসহ তিনটি প্রতিষ্ঠানে তিতাস গ্যাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে বন্দরের গোকুলদাশ বাগ এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, অভিযানের শুরুতেই আবিদ অ্যান্ড ব্রাদার্স নামে মুড়ি উৎপাদন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে চুলা ভেঙে দেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় ৮০ হাজার টাকা। একই এলাকায় সাব্বির কেমিক্যাল ওয়ার্কসের মশার কয়েল কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে কারখানার মালিককে পুলিশ আটক করেছে। পার্শ্ববর্তী আরও একটি কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ কেটে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

তিতাসের সোনারগাঁও বিভাগের উপমহাব্যবস্থাপক সুরুজ আলম অভিযানের বিষয়ে বলেন, ওই তিনটি প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ পাইপ ও রাইজারের মাধ্যমে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে উৎপাদন চালাচ্ছিল। প্রতি মাসে তাঁরা কমপক্ষে ৩-৪ লাখ টাকার গ্যাস চুরি করে আসছে। এসব কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে পাইপ ও রাইজারসহ যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়েছে।

উপমহাব্যবস্থাপক আরও বলেন, পর্যায়ক্রমে এ অঞ্চলের সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত