Ajker Patrika

ডেমরায় মেয়ের বাড়িতে বাবা–ভাইয়ের দুর্ধর্ষ চুরি, থানায় মামলা

শ্যামপুর–কদমতলী (ঢাকা) প্রতিনিধি
ডেমরায় মেয়ের বাড়িতে বাবা–ভাইয়ের দুর্ধর্ষ চুরি, থানায় মামলা

রাজধানীর ডেমরায় শ্বশুর, শ্যালক ও এক সহযোগী মিলে আপন মেয়ের জামাইয়ের বাড়িতে চুরি করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী মো. ইউসুফ সরকার গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ডেমরা থানায় মামলা করেছেন। 

গত ১১ এপ্রিল দিবাগত গভীর রাতে ডগাইর নিউটাউন এলাকায় বাদীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ঘরে থাকা নগদ ৯ লাখ টাকা, সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা, ৭০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন, ৩০ হাজার টাকা মূল্যের ১টি ট্যাব, বাড়ির দলিলপত্র, মামলার কাগজপত্র ও ব্যাংকের চেক বই চুরি গেছে বলে অভিযোগ করেছেন বাদী। 

অভিযুক্তরা হলেন—ডেমরার ডগাইর নিউ টাউন এলাকার মৃত লাল মিয়া আমিনের ছেলে ও বাদীর শ্বশুর মুখলিছুর রহমান কাসেমী (৬০), তাঁর ছেলে মো. আসাদ (১৪) ও সহযোগী চাঁদপুরের সদর থানার মধ্যইচর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. আরিফুল ইসলাম (২৪)।

সিসি ক্যামেরার ফুটেজে এ চুরির ঘটনা ধরা পড়ায় বর্তমানে আসামিরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। 

বাদীর বরাত দিয়ে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, বাদী ও তাঁর শ্বশুর ডেমরার নিউটাউন এলাকায় ২০২১ সালের ৯ ডিসেম্বর ০.০৫৪০ একর জমি কেনেন। সেই জমিতে তিনতলা ভবন নির্মাণ করে একটি মাদ্রাসার কার্যক্রম শুরু করেন। পরে ওই জমি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একপর্যায়ে এ বিষয়ে আদালতে মামলা হয়। পরবর্তীতে কাসেমী ও তাঁর ছেলে বাদীকে মামলার জন্য হুমকি দিয়ে চাঁদা দাবি করেন। এ ঘটনায় আদালতের মাধ্যমে বাদীর স্ত্রী তাঁর বাবা ও ভাইয়ের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। 

সুব্রত কুমার পোদ্দার আরও বলেন, গত ১০ এপ্রিল ঘরে তালা দিয়ে সপরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে যান মো. ইউসুফ। গত ১২ এপ্রিল বিকেলে তাঁরা বাড়ি ফিরে দেখেন ঘরে চুরি হয়েছে। সিসি ক্যামেরায় এ ঘটনা প্রকাশ পেলে বাদী আত্মীয়–স্বজন ও এলাকাবাসীকে জানান। তাঁদের জিজ্ঞাসাবাদে শ্বশুর মুখলিছুর রহমান কাসেমী চুরি যাওয়া মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকার ফেরত দেওয়ার কথা বলেও নানা টালবাহানা শুরু করেছেন।করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত