Ajker Patrika

কলেজছাত্রীকে ছুরিকাঘাতে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৭: ৫০
কলেজছাত্রীকে ছুরিকাঘাতে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত বখাটে যুবক মো. মামুনকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজগর আলীর ছেলে সে। 

ভুক্তভোগী কলেজছাত্রী উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মো. মাসুদ মিয়ার মেয়ে। সে বরমী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম বলেন, গাজীপুরের শ্রীপুরের বরমী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির কলেজছাত্রী মারজিয়া আক্তারকে ছুরিকাঘাত করার ঘটনায় অভিযুক্ত বখাটে যুবক মো. মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের একটি দল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

তিনি আরও বলেন, শনিবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া এলাকায় তাঁর ফুপুর বাড়িতে আত্মগোপনে ছিল বখাটে যুবক মামুন। 

শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে র‍্যাব-১ থানায় হস্তান্তর করেছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার বরমী ইউনিয়ন কলেজছাত্রী মারজিয়া আক্তারকে ছুরিকাঘাত করে বখাটে মামুন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে বরামা গ্রামের বালুমহাল এলাকায় এ ঘটে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত