Ajker Patrika

টাঙ্গাইলের সেই স্কুলের শ্রেণিকক্ষ থেকে পুলিশ ক্যাম্প সরানো হলেও মাঠ মেলার দখলে 

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৩৫
টাঙ্গাইলের সেই স্কুলের শ্রেণিকক্ষ থেকে পুলিশ ক্যাম্প সরানো হলেও মাঠ মেলার দখলে 

টাঙ্গাইলের রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে স্থানীয় প্রশাসন শ্রেণিকক্ষ থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে নেয়। তবে বিদ্যালয়ের মাঠে মেলা উপলক্ষে দোকানপাট রয়েছে আগের মতোই। 

শিক্ষকেরা জানান, আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা নিচতলা ও দ্বিতীয় তলার দুটি শ্রেণিকক্ষ ফাঁকা পান। শ্রেণিকক্ষ দুটি ফাঁকা পেয়ে তাঁরা উপস্থিত শিক্ষার্থীদের পাঠদান শুরু করেন। 

বিদ্যালয়সংলগ্ন মাজারে ওরসকে কেন্দ্র করে আয়োজিত মেলার কারণে বিদ্যালয়টিতে গত রোববার ও সোমবার পাঠদান বন্ধ ছিল। মেলার আয়োজকেরা বিদ্যালয়ের পাঁচটি শ্রেণিকক্ষের মধ্যে একটি ব্যবহার করছিলেন অস্থায়ী পুলিশ ক্যাম্প হিসেবে। আর অপরটি ব্যবহার হচ্ছিল মেলায় আসা অতিথিদের আপ্যায়নের কাজে। গত শুক্রবার থেকে এই মেলা শুরু হয়। মেলা এখনো চলছে। 

স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘মেলা শুরু হওয়ার পর থেকে আমি কোনো বছরই মেলা চলাকালীন মাজারসংলগ্ন প্রাথমিক বিদ্যালয়টিতে পাঠদান চালু রাখতে দেখিনি। এক দিনের জন্য হলেও এবার ব্যতিক্রম দেখলাম।’ 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে গতকাল রাতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে। যে কক্ষটিতে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল, সেটিও ছেড়ে দিয়েছে। এর ফলে আজ থেকে যথারীতি বিদ্যালয়ের কার্যক্রম চলেছে। তব শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল কম, শতকরা ৩০ থেকে ৪০ ভাগের বেশি নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত