নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলোচিত অভিনেত্রী পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগীকে রাত সাড়ে আটটার দিকে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ এর কক্ষে সরাসরি নিয়ে যাওয়া হয় তাদের। রুমে ঢুকেই পরীমণি তাঁর এক স্বজনকে জড়িয়ে ধরেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তারা পৃথক হন।
কিছুক্ষণ পরে বিচারক এজলাসে ওঠেন। প্রথমেই পরীমণির ওকালতনামায় স্বাক্ষর করা নিয়ে আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। এ সময় বিচারক এজলাস থেকে নেমে যান। পরে পরীমণির অ্যাডভোকেট মজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত সুরভীসহ কয়েকজনকে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেন। এর মধ্যে প্রযোজক নজরুল ইসলাম রাজও আইনজীবী নিয়োগ দেন। পরে বিচারক আবার এজলাসে ওঠেন। তারপর শুনানি শুরু হয়।
প্রথমে পরীমণির মামলায় শুনানি হয়। পরে নজরুল ইসলাম রাজ এর মামলার শুনানি হয়।
সাড়ে আটটায় শুনানি শুরু হওয়ার পর আধ ঘণ্টারও বেশি সময় ধরে দুই মামলার শুনানি হয়। পুরো সময়ই পরীমণি নিশ্চুপ ছিলেন। তিনি কোনো কথা বলেননি। তাঁকে হতাশাগ্রস্ত দেখা গেছে।
অন্যদিকে নজরুল ইসলাম রাজকে অন্যরকম দেখা গেছে। তিনি পুরোটা সময় কাট গড়ায় তাঁর সহযোগীদের সঙ্গে কথা বলেছেন। আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন।
আদালত কক্ষ ছিল ভর্তি। বাইরে পরীমণিকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় ছিল। কঠোর নিরাপত্তা বেষ্টিত ছিল আদালত এলাকা।
আলোচিত অভিনেত্রী পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগীকে রাত সাড়ে আটটার দিকে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ এর কক্ষে সরাসরি নিয়ে যাওয়া হয় তাদের। রুমে ঢুকেই পরীমণি তাঁর এক স্বজনকে জড়িয়ে ধরেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তারা পৃথক হন।
কিছুক্ষণ পরে বিচারক এজলাসে ওঠেন। প্রথমেই পরীমণির ওকালতনামায় স্বাক্ষর করা নিয়ে আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। এ সময় বিচারক এজলাস থেকে নেমে যান। পরে পরীমণির অ্যাডভোকেট মজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত সুরভীসহ কয়েকজনকে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেন। এর মধ্যে প্রযোজক নজরুল ইসলাম রাজও আইনজীবী নিয়োগ দেন। পরে বিচারক আবার এজলাসে ওঠেন। তারপর শুনানি শুরু হয়।
প্রথমে পরীমণির মামলায় শুনানি হয়। পরে নজরুল ইসলাম রাজ এর মামলার শুনানি হয়।
সাড়ে আটটায় শুনানি শুরু হওয়ার পর আধ ঘণ্টারও বেশি সময় ধরে দুই মামলার শুনানি হয়। পুরো সময়ই পরীমণি নিশ্চুপ ছিলেন। তিনি কোনো কথা বলেননি। তাঁকে হতাশাগ্রস্ত দেখা গেছে।
অন্যদিকে নজরুল ইসলাম রাজকে অন্যরকম দেখা গেছে। তিনি পুরোটা সময় কাট গড়ায় তাঁর সহযোগীদের সঙ্গে কথা বলেছেন। আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন।
আদালত কক্ষ ছিল ভর্তি। বাইরে পরীমণিকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় ছিল। কঠোর নিরাপত্তা বেষ্টিত ছিল আদালত এলাকা।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৪ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫