Ajker Patrika

উত্তরায় ছুরিকাঘাতে কিশোর খুনের ঘটনায় আসামি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরায় ছুরিকাঘাতে কিশোর খুনের ঘটনায় আসামি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় স্কুলছাত্র লিমন (১৭) হত্যার ঘটনায় আসামি ওবায়দুরকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে গাজীপুরে খালার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ওবায়দুর পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার আলী আকড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে। বর্তমানে তুরাগের আহালিয়া এলাকার বাসিন্দা। 

এর আগে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের ৩ নং নম্বর বাসার সামনে বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে লিমনকে ছুরিকাঘাত করে ওবায়দুর। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের মা মোছা. লাকি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় শুক্রবার (১৮ আগস্ট) হত্যা মামলা করেন। ওই মামলায় ওবায়দুরকে একমাত্র আসামি করা হয়। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ওবায়দুরকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় গাজীপুরের খালার বাড়ি থেকে শুক্রবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। লিমনকে হত্যার ঘটনায় তাঁর মা লাকি বাদী হয়ে ওবায়দুরকে আসামি করে হত্যা মামলা করেন। 

ওসি মাসুদ আলম বলেন, লিমনের সঙ্গে ওবায়দুরের পরিচয় দীর্ঘদিনের। ওবায়দুর ও লিমনের কয়েদিন ধরে দেখা হয় না। ওবায়দুর লিমনকে বলে, কিরে তুইতো কয় দিন ধরে বাইর হস না। উত্তরে লিমন বলে, ‘তোর সঙ্গে আমার বাবা মা মিসতে না করছে। কারণ তুই বিভিন্ন জায়গায় চুরি করস, এই জন্য।’ তখন ওদের সঙ্গে আরেক বন্ধু ছিল আরাফাত আদনান। চোর বলায় ক্ষিপ্ত হয়ে ওবায়দুর লিমনকে ঘুষি মারে। আরাফাত আদনান ফেরাতে যাওয়ায় তাঁকেও চাকু দিয়ে আঘাত করার চেষ্টা করে। পরে আরাফাত সরে যাওয়ায় তাঁর পায়ে চাকুর সামান্য আঘাত লাগে। পরে তাঁরা বিষয়টি মিটমাট করে দেয়। 

ওসি মাসুদ আলম আরও বলেন, মিটমাট করে দেওয়ার পরও ওবায়দুরের রাগ কমেনি। লিমন যখন ৯ /বি সড়ক থেকে ৯ নম্বর সড়কে গেছে তখন লিমনকে পেয়ে ওবায়দুর চাকু দিয়ে আঘাত করে। এতে লিমনের বুকের ডান পাশে জখম হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত