Ajker Patrika

এক বছর আগের ঘটনার প্রতিশোধ নিতেই বিশ্ববিদ্যালয় ছাত্র অন্তরকে খুন: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সাভার
এক বছর আগের ঘটনার প্রতিশোধ নিতেই বিশ্ববিদ্যালয় ছাত্র অন্তরকে খুন: পুলিশ

পূর্ব শত্রুতার জের ধরে ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র মো. হাসিবুল হাসান অন্তরকে মারধর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, বছরখানেক আগে অন্তর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের এলাকা আকরান গ্রামের বাসিন্দা রাহাত সরকারকে (২৫) মারধর করেন। এর জের ধরেই রাহাত ও তাঁর সহযোগীরা গত ২৭ অক্টোবর অন্তরকে তুলে নিয়ে গিয়ে মারধর করে।

ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে অন্তর তাঁর বন্ধু একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল সিদ্দিকী বাপ্পীকে নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। তাঁরা পাশের খাগান বাজারে লেগুনা স্ট্যান্ডে পৌঁছালে রাহাত ও একই এলাকার মনছুর (২৪), আশিক (২২), সিফাত (২৩), সাহিম (২৩), টুটুলসহ (২৪) অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর তাঁরা বাপ্পীকে এলোপাতাড়ি চড়–থাপ্পড় মেরে তাড়িয়ে দিয়ে অন্তরকে অপহরণ করে নিয়ে যান। অন্তরকে স্থানীয় বউবাজারের পাশে একটি বাগানের ভেতরে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যান।

পরে স্থানীয়রা অন্তরকে উদ্ধার করে প্রথমে রাজু মেডিকেলে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্বজনেরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার অন্তর মারা যান।

শনিবার (৪ নভেম্বর) সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। সাভার থানায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহা বলেন, ‘অন্তর হত্যার ঘটনায় ডেফোডিল ইউনিভার্সিটির ডেপুটি প্রক্টর সহকারী অধ্যাপক মো. বদরুজ্জামান গত বৃহস্পতিবার বাদী হয়ে সাভার থানায় মামলা করেছেন। মামলা করার তিন ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহাতকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

অন্তর বছরখানেক আগে রাহাতকে কেন মারধর করেছিলেন জানতে চাইলে ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। হত্যার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার করা হলে সব জানা যাবে।’

উল্লেখ্য, সহপাঠীর মৃত্যুতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শুক্রবার দেড় শতাধিক দোকানে হামলা ও ভাঙচুর করেছেন। এ সময় স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত