Ajker Patrika

টিপু হত্যাকাণ্ডের পেছনে বেশ কিছু তথ্য পেয়েছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৫: ৪৩
Thumbnail image

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ দুজন নিহতের ঘটনায় হত্যাকাণ্ডের মোটিভসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বগুড়ার ধুনটে নারী ইউপি সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় আসামি গ্রেপ্তারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

কমান্ডর আল মঈন বলেন, ‘রাজধানীর শাহজাহানপুরের খিলগাঁও রেলগেটে গাড়িতে গুলি করে ব্যবসায়ী ও এক শিক্ষার্থী নিহতের ঘটনা তদন্ত করছে র‍্যাব। অতীতেও এ ধরনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করে র‍্যাব। এই হত্যাকাণ্ডের পেছনে বেশ কিছু তথ্য-উপাত্ত পেয়েছে তারা। হত্যাকাণ্ডের সময়ের সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিভিন্ন মোটিভ পেয়েছে র‍্যাব, প্রতিটি মোটিভ নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।’ 

খন্দকার মঈন বলেন, ‘এ ঘটনায় যে ব্যক্তি গুলি করেছে, তাকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্ত অনেক দূর এগিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘র‍্যাব ছাড়া পুলিশ, সিআইডি, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে। এমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে জাহিদুল মাইক্রোবাসে করে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জাহিদুল ও তাঁর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশাযোগে যাওয়া শিক্ষার্থী প্রীতিও গুলিবিদ্ধ হন। পরে তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত