নিজস্ব প্রতিবেদক
অভিনেত্রী পরীমণির কস্টিউম ডিজাইনার জিমিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশান থেকে তাঁকে আটক করা হয়।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হাফিজ আক্তার জানান, জিমিকে গুলশান থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র্যাব। এরপর বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। পরে অভিনেত্রী পরীমণিকে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন আদালত। তাঁর বিরুদ্ধে মামলাটি আজ শুক্রবার ডিবিতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে আজ সন্ধ্যার দিকে পান্থপথ এলাকা থেকে নির্মাতা চয়নিকা চৌধুরীকে হেফাজতে নিয়েছে ডিবি। চয়নিকার পরিচালনায় ‘বিশ্ব সুন্দরী’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। সম্পতি তাঁদের একটি ওয়েব সিরিজ নির্মাণের প্রস্তুতি চলছিল।
গত জুনের শুরুর দিকে ঢাকা বোট ক্লাবের ঘটনায় জিমির নামও সামনে আসে। বনানীতে পরীমণির বাড়িতে সাংবাদিকদের সামনে আসেন জিমি। তিনি প্রায় ছয় বছর ধরে পরীমণির সঙ্গে কাজ করছেন বলে জানান। ওই ঘটনায় সাভার থানায় করা ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় পরীমণি এজাহারে বলেন, ৮ জুন রাতে পরিকল্পিতভাবে তাঁকে বোট ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যবসায়ী নাসির মাহমুদ তাঁকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন। বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন জিমি।
পরে প্রকাশিত সিসি ক্যামেরার ফুটেজে জিমিকে ক্লাবের ভেতর থেকে পরীমণিকে কোলে করে নিয়ে বের হতে দেখা যায়।
অভিনেত্রী পরীমণির কস্টিউম ডিজাইনার জিমিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশান থেকে তাঁকে আটক করা হয়।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হাফিজ আক্তার জানান, জিমিকে গুলশান থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র্যাব। এরপর বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। পরে অভিনেত্রী পরীমণিকে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন আদালত। তাঁর বিরুদ্ধে মামলাটি আজ শুক্রবার ডিবিতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে আজ সন্ধ্যার দিকে পান্থপথ এলাকা থেকে নির্মাতা চয়নিকা চৌধুরীকে হেফাজতে নিয়েছে ডিবি। চয়নিকার পরিচালনায় ‘বিশ্ব সুন্দরী’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। সম্পতি তাঁদের একটি ওয়েব সিরিজ নির্মাণের প্রস্তুতি চলছিল।
গত জুনের শুরুর দিকে ঢাকা বোট ক্লাবের ঘটনায় জিমির নামও সামনে আসে। বনানীতে পরীমণির বাড়িতে সাংবাদিকদের সামনে আসেন জিমি। তিনি প্রায় ছয় বছর ধরে পরীমণির সঙ্গে কাজ করছেন বলে জানান। ওই ঘটনায় সাভার থানায় করা ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় পরীমণি এজাহারে বলেন, ৮ জুন রাতে পরিকল্পিতভাবে তাঁকে বোট ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যবসায়ী নাসির মাহমুদ তাঁকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন। বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন জিমি।
পরে প্রকাশিত সিসি ক্যামেরার ফুটেজে জিমিকে ক্লাবের ভেতর থেকে পরীমণিকে কোলে করে নিয়ে বের হতে দেখা যায়।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৪ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫