Ajker Patrika

বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২১: ৪১
বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন পরীমণি

মাদক আইনে গ্রেপ্তার হওয়ার ২৭ দিন পর আজ বুধবার কারামুক্ত হয়ে বাসায় ফিরেছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি। কিন্তু দুঃসময় যেন তাঁর পিছুই ছাড়ছে না। বনানীর যে বাসায় তিনি থাকতেন, সেই বাসা ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে তাঁকে। 

এ প্রসঙ্গে পরীমণি আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে আমি ভাড়া থাকি। ফেরার পর বাড়িওয়ালা নোটিশ দিয়েছেন বাসা ছাড়ার জন্য। বাড়িওয়ালা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। আমি নিজে বাড়িওয়ালা হলে সব সময় আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক আর উৎসুক মানুষদের আনাগোনায় বিরক্ত হতাম। আমার জন্য এ বাসার অন্য চারটি পরিবারের অসুবিধা হচ্ছে। সেই দিক বিবেচনা করে বাসাটা ছাড়তে হবে।’ 

গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসায় প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেপ্তার করে র‍্যাব। সে সময় তাঁর বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলায় তাঁকে ২৭ দিন কারাগারে থাকতে হয়েছে। আইনি প্রক্রিয়ায় লড়ে অবশেষে আজ বুধবার সকালে ছাড়া পান চিত্রনায়িকা পরীমণি।

আরও পড়ুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত