নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হেফাজত নেতারা মাদ্রাসার গরিব ও এতিম ছাত্রদের ব্যবহার করে বিত্তবৈভবের মালিক হয়েছেন। দখল করেছেন মাদ্রাসা। অনেকে নারী বিলাসের মতো ঘটনায় জড়িয়েছেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।
হেফাজত নেতাদের জিজ্ঞাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে আজ শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হেফাজত নেতাকর্মীদের নিয়ে গড়ে ওঠা ‘রাবেতাতুল ওয়ায়েজিন’ নামক সংগঠন ব্যবহার করে সারাদেশে ওয়াজ মাহফিলের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হয় বলেও জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।
হেফাজতের নাশকতার ৬৫টি মামলার তদন্ত করছে ডিবি। পুলিশ সম্প্রতি হেফাজতের ১৪ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য কোরআন হাদিস বোঝেন ও জানেন এমন কর্মকর্তাদের নিয়ে তিনটি তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্তে মূলত নাশকতার উদ্দেশ্য এবং কারা কীভাবে করেছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে।
হেফাজত সরকার পতনের চক্রান্ত করেছে উল্লেখ করে মাহবুব আলম বলেন, ২০১৩ সালে সরকার পতনের অনেক রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের চক্রান্ত ছিল। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র তারা একই ধরনের চক্রান্ত করে নাশকতা করেছে। হেফাজত নিজেদের অরাজনৈতিক সংগঠন বলছে। কিন্তু তাদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল করেন। মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। দেশের বাইরে থাকা কিছু হেফাজতের কর্মী সমর্থক নাশকতার উস্কানি দিচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে।
হেফাজতের অর্থের উৎসের বিষয়ে মাহবুব আলম বলেন, হেফাজতে দেশের বাইরে থেকে বড় অংকের টাকা আসে। মাদ্রাসাকেন্দ্রীক টাকা আসে। এছাড়া দেশের মধ্য থেকেও তারা তহবিল সংগ্রহ করে। কোনো রাজনৈতিক দল তাদেরকে ফান্ড দিচ্ছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা: হেফাজত নেতারা মাদ্রাসার গরিব ও এতিম ছাত্রদের ব্যবহার করে বিত্তবৈভবের মালিক হয়েছেন। দখল করেছেন মাদ্রাসা। অনেকে নারী বিলাসের মতো ঘটনায় জড়িয়েছেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।
হেফাজত নেতাদের জিজ্ঞাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে আজ শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হেফাজত নেতাকর্মীদের নিয়ে গড়ে ওঠা ‘রাবেতাতুল ওয়ায়েজিন’ নামক সংগঠন ব্যবহার করে সারাদেশে ওয়াজ মাহফিলের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হয় বলেও জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।
হেফাজতের নাশকতার ৬৫টি মামলার তদন্ত করছে ডিবি। পুলিশ সম্প্রতি হেফাজতের ১৪ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য কোরআন হাদিস বোঝেন ও জানেন এমন কর্মকর্তাদের নিয়ে তিনটি তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্তে মূলত নাশকতার উদ্দেশ্য এবং কারা কীভাবে করেছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে।
হেফাজত সরকার পতনের চক্রান্ত করেছে উল্লেখ করে মাহবুব আলম বলেন, ২০১৩ সালে সরকার পতনের অনেক রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের চক্রান্ত ছিল। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র তারা একই ধরনের চক্রান্ত করে নাশকতা করেছে। হেফাজত নিজেদের অরাজনৈতিক সংগঠন বলছে। কিন্তু তাদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল করেন। মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। দেশের বাইরে থাকা কিছু হেফাজতের কর্মী সমর্থক নাশকতার উস্কানি দিচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে।
হেফাজতের অর্থের উৎসের বিষয়ে মাহবুব আলম বলেন, হেফাজতে দেশের বাইরে থেকে বড় অংকের টাকা আসে। মাদ্রাসাকেন্দ্রীক টাকা আসে। এছাড়া দেশের মধ্য থেকেও তারা তহবিল সংগ্রহ করে। কোনো রাজনৈতিক দল তাদেরকে ফান্ড দিচ্ছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫