Ajker Patrika

বাইরে শাহী গুঁড়া মসলা, ভেতরে হেরোইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সারা দেশে চলছে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান। কিন্তু এর মধ্যেও নানান অভিনব পদ্ধতিতে গ্রহীতাদের কাছে মাদক পৌঁছে দিচ্ছে মাদক কারবারিরা। এমনই এক মাদক কারবারি মোহাম্মদপুরের মোছা পারভীন। তিনি শাহী গুঁড়া মরিচ ও গুঁড়া হলুদের প্যাকেটে হেরোইন বিশেষভাবে প্যাকেটজাত করে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছিলেন। অবশেষে গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুর থেকে হেরোইনসহ মোছা পারভীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে শাহী গুঁড়া মরিচ ও শাহী গুঁড়া হলুদের মোড়কে বিশেষভাবে প্যাকিং করা ২২০ গ্রাম বাদামি রঙের হেরোইন জব্দ করা হয়।’ 

মো. ফজলুর রহমান বলেন, ‘গ্রেপ্তার পারভীন একজন মাদক ব্যবসায়ী। সে ঢাকাসহ আশপাশের এলাকায় হেরোইন বিক্রি করত।’ 

এদিকে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মোহাম্মদপুর থানা-পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মো. আলতাফ হোসাইন, মো. সাইত, মো. সোহেল, মোছা. জোসনা ও মো. সবুজ মুন্সি। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ জানান, গত রোববার (২২ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় মোহাম্মদপুর থানার হুমায়ূন রোড এলাকায় ও একই দিন সন্ধ্যা সাতটায় রায়ের বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সকলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত