নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে চলছে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান। কিন্তু এর মধ্যেও নানান অভিনব পদ্ধতিতে গ্রহীতাদের কাছে মাদক পৌঁছে দিচ্ছে মাদক কারবারিরা। এমনই এক মাদক কারবারি মোহাম্মদপুরের মোছা পারভীন। তিনি শাহী গুঁড়া মরিচ ও গুঁড়া হলুদের প্যাকেটে হেরোইন বিশেষভাবে প্যাকেটজাত করে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছিলেন। অবশেষে গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুর থেকে হেরোইনসহ মোছা পারভীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে শাহী গুঁড়া মরিচ ও শাহী গুঁড়া হলুদের মোড়কে বিশেষভাবে প্যাকিং করা ২২০ গ্রাম বাদামি রঙের হেরোইন জব্দ করা হয়।’
মো. ফজলুর রহমান বলেন, ‘গ্রেপ্তার পারভীন একজন মাদক ব্যবসায়ী। সে ঢাকাসহ আশপাশের এলাকায় হেরোইন বিক্রি করত।’
এদিকে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মোহাম্মদপুর থানা-পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মো. আলতাফ হোসাইন, মো. সাইত, মো. সোহেল, মোছা. জোসনা ও মো. সবুজ মুন্সি। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ জানান, গত রোববার (২২ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় মোহাম্মদপুর থানার হুমায়ূন রোড এলাকায় ও একই দিন সন্ধ্যা সাতটায় রায়ের বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সকলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সারা দেশে চলছে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান। কিন্তু এর মধ্যেও নানান অভিনব পদ্ধতিতে গ্রহীতাদের কাছে মাদক পৌঁছে দিচ্ছে মাদক কারবারিরা। এমনই এক মাদক কারবারি মোহাম্মদপুরের মোছা পারভীন। তিনি শাহী গুঁড়া মরিচ ও গুঁড়া হলুদের প্যাকেটে হেরোইন বিশেষভাবে প্যাকেটজাত করে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছিলেন। অবশেষে গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুর থেকে হেরোইনসহ মোছা পারভীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে শাহী গুঁড়া মরিচ ও শাহী গুঁড়া হলুদের মোড়কে বিশেষভাবে প্যাকিং করা ২২০ গ্রাম বাদামি রঙের হেরোইন জব্দ করা হয়।’
মো. ফজলুর রহমান বলেন, ‘গ্রেপ্তার পারভীন একজন মাদক ব্যবসায়ী। সে ঢাকাসহ আশপাশের এলাকায় হেরোইন বিক্রি করত।’
এদিকে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মোহাম্মদপুর থানা-পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মো. আলতাফ হোসাইন, মো. সাইত, মো. সোহেল, মোছা. জোসনা ও মো. সবুজ মুন্সি। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ জানান, গত রোববার (২২ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় মোহাম্মদপুর থানার হুমায়ূন রোড এলাকায় ও একই দিন সন্ধ্যা সাতটায় রায়ের বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সকলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪