Ajker Patrika

প্রেম প্রত্যাখ্যান করায় কারখানার ভেতরেই পোশাককর্মীকে সহকর্মীর ছুরিকাঘাত

ঢামেক প্রতিনিধি
প্রেম প্রত্যাখ্যান করায় কারখানার ভেতরেই পোশাককর্মীকে সহকর্মীর ছুরিকাঘাত

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কামরুন্নাহার মিশু (২৫) নামে এক গার্মেন্টস কর্মীকে ছুরি মেরে জখম করা হয়েছে। রাজধানীর উত্তর বাড্ডা সাতারকুল এলাকায় এ ঘটনা ঘটেছে।

আজ সোমবার বিকেল ৪টার দিকে পোশাক কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাতারকুল জিএম বাড়ি এলাকার ‘ইশরাক অ্যাপারেলস’ নামে পোশাক কারখানাটিতে টাইম কিপার হিসেবে চাকরি করেন মিশু। থাকেন ওই এলাকাতেই। 

কারখানার এমডি এনামুল হক বলেন, ‘কারখানার ফিনিশিং ইনচার্জ জাহিদ হোসেন (৩০) মিশুকে কয়েক দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় মিশুর ওপর ক্ষিপ্ত ছিলেন জাহিদ। এর জের ধরে আজ বিকেলে কারাখানায় মিশুর সামনে যায় জাহিদ। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মিশুর ডান পাঁজরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মিশু দৌড়ে আমার রুমে চলে আসেন। তখন তাঁর পিছু পিছু জাহিদও সেখানে ঢোকার চেষ্টা করেন। তবে দরজা বন্ধ করে দেওয়ায় সেখানে আর ঢুকতে পারেননি জাহিদ।’

এনামুল হক আরও বলেন, ‘রক্তাক্ত অবস্থায় মিশুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।’

সহকর্মীরা জানান, আজ সকালে জাহিদ কারখানার আরও একটি মেয়েকে উত্ত্যক্ত করেন। সেই ঘটনায় কারখানার কর্মকর্তারা তাঁর বিচারও করেন। এরপর বিকেলেই তিনি এই ঘটনা ঘটান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারী শ্রমিকের ডান পাঁজরে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। জরুরি বিভাগে তাঁর অস্ত্রোপচার হয়েছে। অবস্থা গুরুতর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত