Ajker Patrika

মাদকাসক্তি থেকেই মিনিবার গড়ে তোলেন পরীমণি: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদকাসক্তি থেকেই মিনিবার গড়ে তোলেন পরীমণি: র‍্যাব

মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনের চাহিদা থাকার কারণে নিজের বাসাতেই মিনিবার গড়ে তোলেন নায়িকা পরীমণি। প্রথম সিনেমা মুক্তির বছর অর্থাৎ ২০১৬ সাল থেকেই অ্যালকোহল আসক্তি শুরু হয় তাঁর।

আজ বৃহস্পতিবার বিকেলে সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব। 

গতকাল বুধবার শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। এ সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন মাদক এলএসডি, আইস ও ১৯ বোতল দামি বিদেশি মদ উদ্ধার করা হয়। এ নিয়ে আজ বিকেলে ব্রিফ করেন র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

র‍্যাব জানায়, ২০১৪ সালে উচ্চমাধ্যমিকে পড়ার সময় রূপালী জগতে পা রাখেন পরীমণি। এ পর্যন্ত তিনি প্রায় ৩০টি সিনেমা এবং কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। গ্রামের বাড়ি পিরোজপুর থেকে ঢাকায় এনে পরীকে সিনেমায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন রাজ মাল্টি মিডিয়ার নজরুল ইসলাম রাজ। তিনি বর্তমানে আটক। 

র‍্যাবের দাবি, রাজই পরীমণির বাসায় মদ সরবরাহ করতেন। সেখানে নানা ঘরোয়া পার্টিসহ সবকিছুর তদারকও করতেন তিনি। 

খন্দকার আল মঈন বলেন, আগেই গ্রেপ্তার হওয়া শরফুল হাসান ওরফে মিশু এবং মাসুদুল ইসলাম ওরফে জিসানের সহযোগিতায় গুলশান, বারিধারা ও বনানী কেন্দ্রিক একটি সিন্ডিকেট গড়ে তোলেন রাজ। ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ডের আয়োজন করতেন তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত