Ajker Patrika

মানব পাচার রোধে ভিসা যাচাই করবে সিআইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ২১: ১৬
মানব পাচার রোধে ভিসা যাচাই করবে সিআইডি

মানব পাচার রোধে বিদেশগামীদের ভিসাসহ অন্য তথ্য যাচাই করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাই বিদেশ যাওয়ার আগে সিআইডির মানব পাচার সেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া যেকোনো ধরনের মানব পাচার বা প্রতারিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে তাঁদের তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।

আজ বুধবার রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে ইউএনওডিসির ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস অফিসার ডিমোস্থেনিস ক্রাইসিকোস সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার সঙ্গে মতবিনিময় করেন। পরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) আজাদ রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানব পাচার নিয়ে সিআইডি জাস্টিস কেয়ার, আইওএম, উইনরক, আইএলও, আইআরসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে প্রতিনিয়ত সমন্বয় করে কাজ করে যাচ্ছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্রুত অপরাধীদের শাস্তি এবং সাক্ষীদের নিয়মিত কোর্টে হাজির করার জন্য সিআইডি একটি ‘মানব পাচার সেল’ গঠন করেছে।

এই সেল মানব পাচারের শিকার ভিকটিম সাপোর্ট, মানব পাচার-সংক্রান্ত প্রয়োজনীয় ক্ষেত্রে মামলা রুজু করার ব্যবস্থা গ্রহণ, মামলা অধিগ্রহণ, তদন্ত ও তদারকি, গোয়েন্দা তথ্য সংগ্রহপূর্বক নিয়মিত অভিযান পরিচালনা করে। ভুক্তভোগীরা সরাসরি সিআইডির মানব পাচার সেলে অভিযোগ দাখিল করতে পারবে।

হটলাইন নম্বর 01320017060 ও ইমেইল [email protected]

এদিকে মতবিনিময়কালে সিআইডি এবং ইউএনওডিসির মধ্যে মানব পাচার প্রতিরোধ ও দমন, মানি লন্ডারিং, মানব পাচার অপরাধ দমন ও তদন্তে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে ইউএনওডিসির করণীয়সহ বিভিন্ন দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করা হয়।

সিআইডি জানায়, মানব পাচার অপরাধের সঙ্গে জড়িত সংঘবদ্ধ অপরাধী চক্রের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে মামলা তদন্ত, প্রসিকিউশন ও বিচারব্যবস্থাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণের বিষয়ে সিআইডি প্রধান গুরুত্বারোপ করেন।

এ ছাড়া ইউএনওডিসির প্রতিনিধি মানব পাচার অপরাধ দমনে তথ্য আদান-প্রদান, তথ্য শেয়ারিং এবং তদন্ত তদারকি ও তদন্তকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত