Ajker Patrika

অভিনয় ছাড়া বাকি সব নিয়েই আলোচনায় পরীমণি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভিনয় ছাড়া বাকি সব নিয়েই আলোচনায় পরীমণি

অভিনয় দিয়ে নয়, ক্যারিয়ারের শুরু থেকেই এর বাইরের নানা বিষয় দিয়েই আলোচনায় ছিলেন পরীমণি।

প্রেম, বিয়ে, ছাড়াছাড়ি, দামি গাড়ি কেনা, ক্লাবে উচ্ছৃঙ্খল আচরণ, মাতলামি—এসব বিষয় নিয়ে বহুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে মুখরোচক আলোচনায় রয়েছেন পরীমণি। সবশেষ ঢাকা বোট ক্লাবে গভীর রাতে তাঁকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ নিয়ে তোলপাড় হয় দেশজুড়ে। সে ঘটনায় গ্রেপ্তার করা হয় সেই ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবসায়ী নেতা নাসির উদ্দিন মাহমুদসহ কয়েকজনকে।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ নামের একটি চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিনয়জীবন শুরু হয় পরীমণির। কিন্তু প্রথম ছবি মুক্তির আগেই আরও ২৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবরে আলোচিত হন তিনি। ‘রানা প্লাজা’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন, যদিও তা এখনো মুক্তি পায়নি।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ দুনিয়ার পা রাখা পরী, নাচের অনুষ্ঠান ও কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। এ পর্যন্ত ‘স্বপ্নজাল’ ও ‘বিশ্বসুন্দরী’—এমন দু-একটি হাতেগোনা ব্যবসাসফল সিনেমা ছাড়াও দর্শকনন্দিত কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। গত ছয় বছর তাঁর অভিনীত বেশির ভাগ সিনেমাই আলোর মুখ দেখেনি। 

বিনোদন বিষয়ক এক সাংবাদিকের সঙ্গে ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্ক ছিল পরীর। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঘোষণা দিয়ে বাগদান করে জানান, পরের বছর একই দিনে বিয়ে করবেন তাঁরা। কিন্তু জুন মাসেই তা ভেস্তে যায়। পরের বছর ৯ মার্চ পরিচালক কামরুজ্জামান রনিকে ৩ টাকা দেনমোহরে বিয়ে করেন। পাঁচ মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়। 

অভিনয় দিয়ে নয়, ক্যারিয়ারের শুরু থেকেই এর বাইরের নানা বিষয় দিয়েই আলোচনায় ছিলেন পরীমণিএসব নানা ঘটনা নিয়ে বারবারই আলোচনায় এসেছেন পরীমণি। তবে এসব কিছুকে ছাড়িয়ে যায় যখন গত ১৪ জুন সাভার মডেল থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেন পরী। ওই দিন বেলা ১১টার দিকে এ মামলা করেন তিনি, যেখানে প্রধান আসামি করা হয় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে। 

পরীমণি গত ১৩ জুন দিবাগত রাতে প্রথমে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন। অভিযোগে গত ৯ জুন (বুধবার) দিবাগত রাতে তাঁর সঙ্গে এ অন্যায় সংঘটিত হয় বলে জানান তিনি। পরে নিজ বাসায় সাংবাদিকদের ডেকে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। 

এবার রাজধানীর বনানীতে পরীমণির বাসায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) চালানো অভিযান নিয়ে আবারও আলোচনায় এলেন পরীমণি। আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করেছে। তাঁর বাসা থেকে উদ্ধার করেছে বিপুল পরিমাণে বিদেশি মদসহ মাদকদ্রব্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত