Ajker Patrika

ফতুল্লায় পিচ্চি মানিক হত্যা: ৯ জনের নামে থানায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২১: ১৬
ফতুল্লায় পিচ্চি মানিক হত্যা: ৯ জনের নামে থানায় মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মানিক ওরফে পিচ্চি মানিককে (৩৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। 

গতকাল সোমবার রাত ১০টায় ফতুল্লার চানমারী এলাকার একটি গ্যারেজে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মানিক ফতুল্লার টাগারপাড় আল আমিন নগরের আব্দুস সালামের ছেলে। 

অভিযুক্তরা হলেন দাউদ (৫৫), শরীফ (৩৫), আরিফ (২৯), সজীব (২৭), শান্ত (২৩), নাঈম (২১), তুহিন (২৫), জিসান (২০) ও জুয়েল (২০)। 

মামলায় উল্লেখ করা হয়, মানিক রড-সিমেন্ট ব্যবসায়ী। ফতুল্লার হক বাজার এলাকায় তাঁর একটি রড-সিমেন্টের দোকান রয়েছে। অভিযুক্তদের সঙ্গে নানা বিষয়ে পূর্বশত্রুতা ছিল। গতকাল রাত ৮টার দিকে মানিক তাঁর বন্ধুদের সঙ্গে চানমারীর উদ্দেশে বের হন। সোয়া ৯টার দিকে চানমারী পৌঁছানোর পর অভিযুক্তরা তাঁকে কৌশলে নিজেদের গ্যারেজে নিয়ে যান। 

এর কিছুক্ষণ পরেই তাঁর স্বামীকে কোপাতে থাকেন। এ সময় তাঁর চিৎকার শুনে বন্ধুরা এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করা হয়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু নিশ্চিত করে আসামিরা সরে যান। পরে রাত সোয়া ১০টায় মানিককে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ফাঁড়ির পরিদর্শক শ্রী উত্তম কুমার রায় বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মামলা করেছেন। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলমান রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত