Ajker Patrika

ফেসবুকে জুয়ার কারবার, বগুড়া থেকে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৯: ৪০
ফেসবুকে জুয়ার কারবার, বগুড়া থেকে গ্রেপ্তার ২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের গ্রুপ ব্যবহার করে অনলাইনে জুয়া পরিচালনা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে বগুড়া জেলার সদর থানার কলোনি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল জেলার মো. রানা মিয়া (২৩) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মো. রেজা আহম্মেদ (২২)। এ সময় তাঁদের কাছ থেকে অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনার কাজে ব্যবহৃত দুটি স্মার্ট ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়। 

আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউয়ের মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। তিনি জানান, একটি চক্র দেশের বিভিন্ন এলাকায় এজেন্টদের মাধ্যমে অনলাইন জুয়া চালিয়ে আসছিল। এটিইউর অভিযানে গ্রেপ্তার রানা মিয়া ও রেজা আহম্মেদ ফেসবুক গ্রুপ ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করতেন। 

 তাঁরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে জুয়ার টাকা লেনদেন এবং বিভিন্নজনকে অনলাইন জুয়া খেলার জন্য উৎসাহিত করতেন। ফলে টাকা ও ডলারের মাধ্যমে অনলাইন জুয়ার কারণে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন। এই চক্র অনেকেই জড়িত রয়েছেন। তাঁরা বিশেষ একটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘদিন অনলাইন জুয়া চালিয়ে আসছেন। এই চক্রের আরও সদস্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন এবং দেশব্যাপী অনলাইন জুয়া পরিচালনা করে সাধারণ মানুষের কাছ থেকে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। চক্রটির মূল সদস্য দেশের বাইরে থেকে চক্রটিকে নিয়ন্ত্রণ করে। 

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান আরও জানান, গ্রেপ্তার আসামিদের সঙ্গে আরও কয়েকজন সহযোগীর নাম পাওয়া গেছে। যারা অনলাইন জুয়া পরিচালনার মাধ্যমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন করে থাকে। গ্রেপ্তার আসামিসহ চক্রের অন্য সদস্যদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত