ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে খাটের নিচ থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। গতকাল শুক্রবার রাতে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি গ্রামের গণেশ মোড়ে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁরা ওই বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত গৃহবধূর নাম মুনিয়া ইসলাম (৩২)। তিনি পার্শ্ববর্তী উপজেলা গোপালপুরের বাগুয়াটা গ্রামের আজমত আলীর ছেলে মোস্তাক আহমেদের স্ত্রী এবং একই উপজেলার নলিন বাজারের নুরল ইসলামের মেয়ে। মোস্তাক-মুনিয়া দম্পতির ১০ ও ৪ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। স্বজনদের ধারণা, মুনিয়া ইসলামকে গলা টিপে বা শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, মোস্তাক আহমেদ ২০২২ সালের ডিসেম্বর মাসে ব্রুনাই থেকে দেশে ফেরেন। এরপর থেকেই বিভিন্ন সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হতো।
গত বৃহস্পতিবার রাতে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে একই রুমে শুয়ে পড়েন তাঁরা। তাঁদের বড় ছেলে এদিন তার খালার বাসায় ছিল। পরে রাতের কোনো এক সময় মুনিয়াকে হত্যা করে ঘরের বক্স খাটের নিচে লুকিয়ে রাখেন স্বামী মোস্তাক। পরে শুক্রবার ভোরে বাসার মূল দরজায় তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যান। সকালে ছোট শিশুটি ঘুম থেকে উঠে কাউকে না পেয়ে ডাক-চিৎকার করলেও আশপাশের কেউ বা কোনো ভাড়াটিয়া এগিয়ে যায়নি। পরে বাসার কেয়ারটেকার বাসার দরজা খুলে দেন।
এদিকে মুনিয়া ইসলামের খোঁজ না পেয়ে বাসার বিভিন্ন রুমে খোঁজাখুঁজি করতে থাকেন স্বজনেরা। একপর্যায়ে ছোট ছেলেটি বক্স খাটের নিচে দেখতে বলে। পরে বক্স খাটের পাটাতন খুলে মুনিয়ার মরদেহ দেখতে পায় তারা।
নিহত মুনিয়া ইসলামের ভাই আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে। পরে আমাদের বড় বোন নাসরিন আক্তার কয়েক দিন আগে দুজনকে বুঝিয়ে মীমাংসা করে দিয়েছিলেন। এরপর আর কিছু জানি না। সন্ধ্যায় খবর পেলাম বোনের মরদেহ বাসার বক্স খাটের নিচে রেখে দেওয়া হয়েছে। ওর স্বামী মোস্তাক পালিয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ আজকের বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
তিনি আরও বলেন, ‘মুনিয়া ইসলামের স্বামী মোস্তাক আহমেদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
টাঙ্গাইলের ভূঞাপুরে খাটের নিচ থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। গতকাল শুক্রবার রাতে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি গ্রামের গণেশ মোড়ে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁরা ওই বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত গৃহবধূর নাম মুনিয়া ইসলাম (৩২)। তিনি পার্শ্ববর্তী উপজেলা গোপালপুরের বাগুয়াটা গ্রামের আজমত আলীর ছেলে মোস্তাক আহমেদের স্ত্রী এবং একই উপজেলার নলিন বাজারের নুরল ইসলামের মেয়ে। মোস্তাক-মুনিয়া দম্পতির ১০ ও ৪ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। স্বজনদের ধারণা, মুনিয়া ইসলামকে গলা টিপে বা শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, মোস্তাক আহমেদ ২০২২ সালের ডিসেম্বর মাসে ব্রুনাই থেকে দেশে ফেরেন। এরপর থেকেই বিভিন্ন সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হতো।
গত বৃহস্পতিবার রাতে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে একই রুমে শুয়ে পড়েন তাঁরা। তাঁদের বড় ছেলে এদিন তার খালার বাসায় ছিল। পরে রাতের কোনো এক সময় মুনিয়াকে হত্যা করে ঘরের বক্স খাটের নিচে লুকিয়ে রাখেন স্বামী মোস্তাক। পরে শুক্রবার ভোরে বাসার মূল দরজায় তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে যান। সকালে ছোট শিশুটি ঘুম থেকে উঠে কাউকে না পেয়ে ডাক-চিৎকার করলেও আশপাশের কেউ বা কোনো ভাড়াটিয়া এগিয়ে যায়নি। পরে বাসার কেয়ারটেকার বাসার দরজা খুলে দেন।
এদিকে মুনিয়া ইসলামের খোঁজ না পেয়ে বাসার বিভিন্ন রুমে খোঁজাখুঁজি করতে থাকেন স্বজনেরা। একপর্যায়ে ছোট ছেলেটি বক্স খাটের নিচে দেখতে বলে। পরে বক্স খাটের পাটাতন খুলে মুনিয়ার মরদেহ দেখতে পায় তারা।
নিহত মুনিয়া ইসলামের ভাই আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে। পরে আমাদের বড় বোন নাসরিন আক্তার কয়েক দিন আগে দুজনকে বুঝিয়ে মীমাংসা করে দিয়েছিলেন। এরপর আর কিছু জানি না। সন্ধ্যায় খবর পেলাম বোনের মরদেহ বাসার বক্স খাটের নিচে রেখে দেওয়া হয়েছে। ওর স্বামী মোস্তাক পালিয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ আজকের বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
তিনি আরও বলেন, ‘মুনিয়া ইসলামের স্বামী মোস্তাক আহমেদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৪ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫