Ajker Patrika

শ্রীপুরে ক্রেতা সেজে দোকান ম্যানেজারকে হত্যা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৪: ১৮
শ্রীপুরে ক্রেতা সেজে দোকান ম্যানেজারকে হত্যা

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জয়নাল আবেদীন (৫৫) নামে দোকানের এক ম্যানেজার নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ী নামক স্থানে আব্দুল মোতালিব মোল্লার মালিকানাধীন ইমরান এন্টারপ্রাইজ নামক দোকানে এ ঘটনা ঘটে। 

নিহত জয়নাল আবেদীন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউখাইঘানা এলাকার মৃত এলাহী বক্স মুন্সির ছেলে। তিনি মাস্টারবাড়ী এলাকায় ভাড়া থেকে আব্দুল মোতালেব মোল্লার স্যানিটারি দোকানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। 

দোকানের সিসি ক্যামেরা ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গতকাল রাতে এক যুবক ক্রেতা সেজে কিছু কেনার কথা বলে দোকানে ঢোকেন। এ সময় বাইরে কয়েকজন অপেক্ষা করতে থাকেন। দোকানে একা একাই হিসাব-নিকাশ করছিলেন জয়নাল। পরে মালামাল দেখার কথা বললে জয়নাল ওই কাস্টমারকে দোকানের পেছনের দিকে নিয়ে যেতে থাকেন। এ সময় আকস্মিকভাবে তাঁর পেটের নিচের অংশে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে দ্রুত সটকে পড়েন ওই যুবক। এ সময় পেটে ছুরিসহ কোনোমতে দোকানের সামনে আসেন জয়নাল। পরে তার গোঙানোর আওয়াজে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে। এরপর প্রথমে মাওনার আলহেরা এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান। 

শ্রীপুর থানার এসআই কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনা-পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত