নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চিত্রনায়িকা পরীমণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার নতুন করে রিমান্ড আবেদন না করায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দ্বিতীয় দফা রিমান্ড শেষে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ দুজনকে আদালতে হাজির করা হয়। তবে নতুন করে কোনো রিমান্ডের আবেদন করেননি তদন্ত কর্মকর্তা। দুই আসামির পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বেলা ১১টা ৪৫ মিনিটে পরীমণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দিপুকে হাজির করে সিআইডি। তাঁদের আদালতের হাজতখানায় রাখা হয়। রিমান্ডের আবেদন না থাকায় শুনানির সময় তাঁদের এজলাসের কাঠগড়ায় তোলা হয়নি।
বিকালে মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডলের আদালতে জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত দুই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আদালতে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করেন, আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমণি ও আশরাফুল ইসলাম দিপুকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করা হচ্ছে। প্রাপ্ত তথ্য পরীমণির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সহায়ক হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, পরীমণি ও দিপুকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। কারণ তাঁরা জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এমনকি পালিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
গত মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করার পর সিআইডি হেফাজতে নেন। ওইদিন রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চারদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আবারো ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।
এর আগে গত ৫ আগস্ট এই মামলায় তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ৪ আগস্ট পরীমণিকে রাজধানীর বনানীর বাসা থেকে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সঙ্গে আশরাফুল ইসলাম দিপুকেও আটক করা হয়। তাঁর বাসা থেকে বিদেশি মদসহ অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়। এজাহার অনুযায়ী তার বাসা থেকে ১৯ বোতল দামি বিদেশি মদ, ৪ গ্রাম আইস মাদক ও একটি এলএসডি ব্লট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বং পাইপও উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় বনানী থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
চিত্রনায়িকা পরীমণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার নতুন করে রিমান্ড আবেদন না করায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দ্বিতীয় দফা রিমান্ড শেষে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ দুজনকে আদালতে হাজির করা হয়। তবে নতুন করে কোনো রিমান্ডের আবেদন করেননি তদন্ত কর্মকর্তা। দুই আসামির পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বেলা ১১টা ৪৫ মিনিটে পরীমণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দিপুকে হাজির করে সিআইডি। তাঁদের আদালতের হাজতখানায় রাখা হয়। রিমান্ডের আবেদন না থাকায় শুনানির সময় তাঁদের এজলাসের কাঠগড়ায় তোলা হয়নি।
বিকালে মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডলের আদালতে জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত দুই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আদালতে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করেন, আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমণি ও আশরাফুল ইসলাম দিপুকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করা হচ্ছে। প্রাপ্ত তথ্য পরীমণির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সহায়ক হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, পরীমণি ও দিপুকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। কারণ তাঁরা জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এমনকি পালিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
গত মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করার পর সিআইডি হেফাজতে নেন। ওইদিন রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চারদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আবারো ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।
এর আগে গত ৫ আগস্ট এই মামলায় তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ৪ আগস্ট পরীমণিকে রাজধানীর বনানীর বাসা থেকে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সঙ্গে আশরাফুল ইসলাম দিপুকেও আটক করা হয়। তাঁর বাসা থেকে বিদেশি মদসহ অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়। এজাহার অনুযায়ী তার বাসা থেকে ১৯ বোতল দামি বিদেশি মদ, ৪ গ্রাম আইস মাদক ও একটি এলএসডি ব্লট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বং পাইপও উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় বনানী থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
৮ ঘণ্টা আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪