Ajker Patrika

ফরিদপুরে পুলিশি অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ২ 

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১৫: ১৬
ফরিদপুরে পুলিশি অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ২ 

ফরিদপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুই ব্যক্তির কাছ থেকে পিস্তল, দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে। 

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর শহরতলি মামুদপুর এলাকার গোলাম মোস্তফা (৪৬) এবং তাঁর স্ত্রী শ্যামলী রোকসানা (৪২)। 

পুলিশ কর্মকর্তা জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল গতকাল শুক্রবার ফরিদপুর কোতোয়ালি থানার মামুদপুরে গোলাম মোস্তফার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিস্তল, লোহার তৈরি দেশীয় ওয়ান শুটারগান, দুটি স্টিলের ছোরা, দুটি তলোয়ার ও একটি রামদা উদ্ধার করা হয়। 

জামাল পাশা বলেন, এই অভিযানে আট বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম জানান, মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে, তাঁর স্ত্রী ও একই এলাকার রিপন মিয়া (২৯) মিলে মাদকের ব্যবসা করেন। পরে রিপন মিয়াকে আটক করতে গেলে তিনি পালিয়ে যান। এ সময় তাঁর বাড়িতে থাকা মাদক বিক্রর ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

রাকিবুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে। আজ শনিবার বিকেলে তাঁদের আদালতে নিয়ে চার দিনের রিমান্ড চাওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত