আদার ব্যাপারীর জাহাজদর্শন
সততা, দক্ষতা, সৃজনশীলতা, মানবতা ইত্যাদি এখন আর মানুষকে মহীয়ান করে তোলে না। অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হলে দেশটা এভাবেই জবাবদিহিহীনভাবে এগিয়ে যাবে। এটা তো টের পাওয়া যায়, ই-ভ্যালি, যুবক, ক্যাসিনোসম্রাটের জন্ম থেকে, সাহেদদের রাজত্ব থেকে, কীভাবে ব্যাংক থেকে হাজার কোটি টাকা গায়েব হয়ে যায়, তা দেখে।